[Ubuntu-BD] প্রকাশিত হয়েছে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সন
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Thu Sep 3 00:10:26 BST 2009
অভ্র ফোনেটিকে লিখে অভ্যস্থ যারা উবুন্টতে বাংলা লেকা নিয়ে বিরাট সমস্যা আছেন
তাদের জন্য দারুণ সুসংবাদ!
মাত্র কিছুক্ষণ আগে অভ্র ফোনেটিক লিনাক্সের জন্য প্রকাশিত হয়েছে। এটি Scim এর
সাথে কাজ করবে এবং আপাতত এটি শুধুমাত্র ডেবিয়ান বেসড ডিস্টোগুলোর জন্য পাওয়া
যাবে। পর্যায়ক্রমে এর সোর্সকোড পাওয়া যাবে যা থেকে অন্য ডিস্ট্রোগুলোতেও
ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে এটি উবুন্টু ৯.০৪ ডেক্সটপ এডিশন এবং লিনাক্স
মিন্ট ৭ -এ পরীক্ষা করে দেখা হয়েছে।
এটি ডাউনলোড করার জন্য লিংক এবং কিভাবে ইন্সটল করতে হবে তা জানতে দেখুন এইখানে:
<http://omicronlab.com/forum/index.php?showtopic=2029>
http://omicronlab.com/forum/index.php?showtopic=2029
এই মুহুর্তে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সনটি বেটা পর্যায়ে আছে। সমস্যার
কথাগুলো জানিয়ে পোস্ট করে ডেভলপারদের সাহায্য করার অনুরোধ রইল।
--
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
More information about the ubuntu-bd
mailing list