2009/9/2 Kaniz Sayma Nipa <ksnipabd at gmail.com> > আমি পিজিনের পাশাপাশি Empathy ডাউনলোড করেছি। কিন্তু একই সমস্যা হচ্ছে। > Empathy > তে আইডি যোগ করার কোন অপশন পাচ্ছি না। এমপ্যাথিতে F4 চাপুন অথবা এডিট মেনু থেকে একাউন্টস। প্রথমেই জিটক বা জিমেইল আইডি টেস্ট করুন তাহলে সমস্যা হবেনা। ইয়াহু আইডি'র জন্য সার্ভার এড্রেসের আগে cn যোগ করে দিতে হয়।