[Ubuntu-BD] Back to Ubuntu, DST help

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Wed Sep 2 08:47:09 BST 2009


DST ঠওক করতে ইন্সটল করুন:

sudo apt-get install tzdata

গ্রাফিক্স কার্ড ড্রাইভারটা EnvyNG দিয়ে ইন্সটল করা চেষ্টা করে দেখতে পারেন।**

2009/9/2 Raihan Hasnain Rahman <raihanhasnain at gmail.com>

> দীর্ঘদিন ম্যাক ওএস এক্স এবং ম্যাক ওএস এক্স সার্ভার  নিয়ে ঘসামাজা করে, শখ
> মিটিয়ে ফেরত আসলাম উবুন্টু তে। ম্যাক ওএসে কোন ঝামেলাই নাই, আর আমার ঝামেলা
> ছাড়া কম্পিউটার চালানোতে মজা লাগেনা।
> শুধুমাত্র ঝামেলা বাড়ানোর জন্য পিসি, ল্যাপটপ আর উইন্ডোজ মোবাইল ব্যবহার করা
> শুরু করলাম, আশ্চর্য হলেও সত্য, উইন্ডোজেও কোন সমস্যা নাই। এরপর আর নয়, চলে
> আসলাম উবুন্টুতে।
>
> ৮.০৪ পর ৯.০৪ প্রথম ব্যবহার করছি। ৮.০৪-ও বেশি ব্যবহার করি নাই, তারপরেও
> ৯.০৪-ও
> নেটওয়ার্ক ছাড়া তেমন কোন পরিবর্তন পেলাম না। তবে আমার নতুন ইন্টারনেট কানেকশন
> (Zip FON) PPPoE এর সেটআপ যে ঝামেলা ছাড়াই করা গেল তাতেই আমি খুশি।
>
> এখন ২ টা ঝামেলা,
>
> ১. Bangladesh DST Time (Timezone) কিভাবে ঠিক করে?
> ২. Hardware Drivers দিয়ে আমার nVidia 8400GS পাচ্ছে না।
>
> আর কার কাছ খেকে ৯.০৪ ডিভিডি-টা পেতে পারি? জানাবেন সম্ভব হলে।
>
> অফটপিক
>
> কি খবর রাসেল ভাই আর শাহরিয়ারের? Long time no see.
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


More information about the ubuntu-bd mailing list