[Ubuntu-BD] Invitation to connect on LinkedIn

shiplu shiplu.net at gmail.com
Wed May 6 10:51:04 BST 2009


যে ডোমেইনের পাসওয়ার্ড সেই ডোমেইনেই লিখা উচিৎ।
জিমেইলের পাসওয়ার্ড ফেসবুকে দেয়া অবশ্যই একটা সিকিউরিটি রিস্ক।
তেমনি টুইটারে ফেসবুকের পাসওয়ার্ড দেয়াও ঠিক না।
হিসাবটা খুবই সহজ। ডোমেইন আলাদা।
মোটামুটি এই নিয়ম মেনে চললে পাসওয়ার্ড নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।


-- 
A K M Mokaddim
http://talk.cmyweb.net
http://twitter.com/shiplu
Stop Top Posting !!
বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
Sent from Dhaka, Bangladesh


More information about the ubuntu-bd mailing list