[Ubuntu-BD] ডিফল্টভাবে ফায়ারফক্স ৩.৫ পেলাম না

I am aero aero4k at gmail.com
Thu Jul 30 07:24:36 BST 2009


হ্যাঁ, Shiretoko Web Browser পেয়েছি। অনেক ধন্যবাদ। কিন্তু এরকম হলো
কেন? আলাদা নাম!! অদ্ভুত ব্যাপার!! আমি সেদিন এটা দেখিছলাম। কিন্তু হঠাৎ
বিদ্যুত যাওয়ায় আর পরে চেক করা হয়নি। মনেও ছিল না।
উইন্ডোজ হলে কিন্তু পুরনো ভার্সনের সাথে রিপ্লেস হয়ে যেতো। কিন্তু
উবুন্টুতে হলো না। কারণ কি?

আমার সমস্যার সমাধান হওয়ায় আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
(৩.০.১১ এ ইনস্টল করা পরশমনি তো কাজ করছে। প্রথম আলো আগের মতোই
স্পষ্টভাবে দেখতে পারছি।)

On 7/30/09, Shabab Mustafa <shabab.mustafa at gmail.com> wrote:
> খেয়াল করে দেখুন দেখি ইন্টারনেট সাবমেনুতে Shiretoko Web Browser নামে কিছু আছে
> নাকি?
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com


More information about the ubuntu-bd mailing list