[Ubuntu-BD] এত আপডেট নিয়ে কি যে করি
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Fri Jul 24 09:32:50 BST 2009
@লেনিন ভাই,
এই থ্রেডে কিন্তু ক্ষেপিও নাই। তবে হ্যাঁ, অন্যখানে মাঝে মাঝে বিরক্তি দেখাই।
কিছু বিরক্তি ইচ্ছাকৃত (কারণ, অভিজ্ঞতা বলে কিছু জিনিস ধারে কাটে, কিছু কাটে
ভারে)। কিছু বিরক্তি অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত বিরক্তির জন্য দুঃখিত। আফটার অল,
যন্ত্র না তো!
অনেকখানি মিষ্টি আমের সাথে পাতলা একটু তেতো খোসাও থাকে কিনা। :(
@মোর্শেদ,
সবুজ কুমার কুন্ডু কে আর নক না করাই ভাল। কারণ, মানবসেবা করতে গিয়ে ইনি কিছুদিন
আগে এমনই এক বাঁশ ডলা খেয়েছেন যে এখনো তার ভগ্ন হৃদয়ের ঘা শুকোয় নি।
2009/7/24 Morshed <murshed4 at gmail.com>
> >
> >
> > লক্ষ্যণীয় ব্যাপার শাবাব এবং শাহরিয়ার আপনারা দু'জনেই ইদানীং খুব অল্পতেই
> রেগে
> > যাচ্ছেন। এটা একেবারেই কাম্য নয়। আপনি সাহায্য করবেন উদার মন নিয়ে। স্মিত
> > হাসিতে বিরক্তি মিলিয়ে দিলে কোনো ক্ষতি নেই। মানুষকে উপকার করবেন ভেবে
> > আম-জনতার
> > উপর বিরক্ত থাকা উদারতার লক্ষণ নয়। আর উদার মানসিকতা না থাকলে উপকারী চিন্তা
> > মাথায় রাখা কী উচিৎ? মনে করুন টুইটারে এখন আপনার বিরক্তি এমন একজনের প্রতি
> > প্রকাশ করলেন যে আপনাকে ফলো করছে না। কিন্তু ভবিষ্যতে সে আপনার ভক্ত হয়ে
> যেতে
> > পারে। যেটুকু সংকীর্ণতা আছে দয়া করে ঝেঁড়ে ফেলুন। কারণ এটুকু বাদ দিলে
> আপনাদের
> > অবদান লিনাক্স কমিউনিটি কখনো ছোট করে দেখতে পারবেনা।
>
>
>
>
> -------------------------------------------------------------------------------------------------------------------------------------
>
> আমিও দেখেছি... সবাই ওপেনসোর্সে যেতে বলে আর কোন খবর নাই...... সাহায্যতো
> দুরের
> কথা....
>
> হেল্প চাইতে গেলে এমন ভাব দেখায়... যা আসলেই কষ্টকর....... এর মাঝে যার নাম
> বলব
> তিনি হলেন.. সবুজ কুমার কুন্ডু.. ওনার যা ভাব... ইয়াহুতে কোন ব্যাপারে হেল্প
> চাইলে ভাব যা লয়....... যত্তোসব.....
>
> ------------------------------------------------
> লেনিন ভাইয়ার ওপর আমি অনেক কৃতজ্ঞ,
> এই লোকটাকে আমি মাঝে মাঝে অনেক বিরক্ত করি...... ফোন করে এত জালাইছি... যা
> বলার
> মত নয়..... আমাকে লেনিন ভাই..... অনেক সময় দিছে শুধু টিপস দিয়ে..... (ওনার
> অনেক
> মূল্যবান সময় নষ্ট করে)... আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি....
> ------------------------------------------------
> মনের কষ্টগুলো অনেকদিন পর বলতে সাহস পেলাম ওপরের লেখাগুলো দেখে (লেনিন
> ভাইয়ের)...
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
More information about the ubuntu-bd
mailing list