[Ubuntu-BD] wine দিয়ে virus রান করানো সম্ভব কি?

I am aero aero4k at gmail.com
Mon Jul 20 10:38:13 BST 2009


ধন্যবাদ। কিন্তু আমি ফান করার জন্য প্রশ্নটি জিজ্ঞাসা করিনি।
গতকালকে একটা পেনড্রাইভের setup.exe নামক ফাইলে ভুলে ডাবল ক্লিক করে
ফেলেছি। এরপর পেনড্রাইভে থাকা autorun ফাইলটি ডিলেট করতে পারছিলাম না।
সেজন্যই প্রশ্নটি করেছিলাম।

On 7/20/09, shiplu <shiplu.net at gmail.com> wrote:
> ভাইরাসই যদি রান করানোর ইচ্ছা থাকে তাহলে লিনাক্সে ওয়াইন দিয়ে কেন?
> উইন্ডোজ বুট করুন। তারপর আরামসে ডাবল ক্লিক করুন। তারপর দেখুন ভাইরাসের
> কেরামতি।
> --
> A K M Mokaddim
> http://talk.cmyweb.net
> http://twitter.com/shiplu
> Stop Top Posting !!
> বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
aero
http://banglablogtips.blogspot.com


More information about the ubuntu-bd mailing list