[Ubuntu-BD] নতুন সহায়িকার সমালোচনা
Shahriar Tariq
tariq086 at gmail.com
Fri Jul 17 07:51:27 BST 2009
2009/7/17 I am aero <aero4k at gmail.com>
> ব্লগপোস্টটিতে রুট পার্টিশন তৈরির প্রসঙ্গটি নিয়ে একটু জটিলতার সৃষ্টি হয়েছে।
> Anonymous এর উত্তর ছিল:=
> "৪) ৮জিবি হচ্ছে রিকমেন্ডেড সিস্টেম, ৫ গিগা আমরা ব্যবহার করেছি (তবে একটি
> জিনিস দেখবেন ছবিতে আরও ছোট স্পেস ব্যবহার করা হয়েছে, ছবি ভার্চুয়াল মেশিনে
> তোলা হয়েছে বিধায় ছবি ও কথায় সামঞ্জস্য দেখতে পাচ্ছেন। পরবর্তীতে ঠিক করা
> হবে)"
> আমি উত্তর দিয়েছি:=
> "× ৮ জিবি/ ৫ জিবির সমস্যাটা আমার কাছে এখনও জটিল লাগছে। সহজ করে বুঝিয়ে
> দেবেন কি? সহায়িকাতে বলা হয়েছে 'এখন ৫ জিবি পার্টিশনটি নির্বাচন করে...' । কোন
> ৫ জিবি পার্টিশন? আগে কোথাও কোন ৫ জিবি পার্টিশন তৈরি করার কথা বলা হয়নি। ছবিতে
> বরং রুট পার্টিশন হিসেবে ৩৬০০ মে.বা. দেখানো হয়েছে। সোয়াপ পার্টিশনের ক্ষেত্রেও
> তাই। বলা হয়েছে ১ জিবির কথা, কিন্তু ছবিতে রয়েছে ৩৯০ মে.বা.।"
>
> আমি লিনাক্সে হার্ডডিস্ক পার্টিশনের বিষয়টি এখনও ভাল বুঝিনা। তবে সেটআপের সময়
> কিভাবে পার্টিশন হবে তা বুঝি। সেই জ্ঞান থেকে লিখেছি। কোন ভুল হল কি? কেউ যদি
> বুঝিয়ে দিতেন তাহলে ভাল হত।
>
No you are right its a mistake on author's part,
In your article you did not mention which part you were referring to so
while commenting the author mistook it with recommended system & used system
partition :)
Ignore it as a genuine mistake, people should be smart enough to know its a
typo :)
এখন আবার সহায়িকাটি পড়তে গিয়ে আরও কয়েকটি সমস্যা চোখে পড়ল। মেইলটি বড় হয়ে
> যাচ্ছে বলে জানালাম না।
>
please do share with us :) it would be great to know....... additionally
please do email author/publisher instead of emailing mailing list or such,
they give more priority to personal email........
@Darklord if we are endorsing Windows partitioning then what's the point of
popularizing Linux? Using one more step/software is unnecessary when it can
be done in the default installer
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
More information about the ubuntu-bd
mailing list