[Ubuntu-BD] [ot] digg like

Shahriar Tariq shahriar at linux.org.bd
Fri Jan 30 21:00:16 GMT 2009


2009/1/31 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>

> সম্ভব নয় কথাটা ঠিক না। প্রাযুক্তিক দিক থেকে সম্ভব। কিন্তু বর্তমান
> পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রম দিয়ে সম্ভব কিনা সেটাই কথা।
>

আমিও একদিক দিয়ে কিছুটা একমত। যে হুট করে এমন প্রজেক্ট শুরু করে দেয়া সম্ভব না।
আর এটা এমন প্রজেক্ট না যে ব্লগে সাইটে ফোরামে প্রচার করে লোক জোগাড় করবো।
অধিকাংশ ক্ষেত্রে মানুষ কাজ করে যখন সে কিছু সাথে সাথে পরিবর্তনটা দেখতে পারছে।

আমাদের আগে জানা দরকার প্রজেক্টের ওয়ার্কপ্ল্যান, এরপর কিভাবে আগানো হবে তা
নির্ধারণ করতে হবে, ফ্রেমওয়ার্ক নির্ধারণ, রোডম্যাপ নির্ধারণ, প্রজেক্ট
ডিস্ট্রিবিউশন, দায়িত্ব ভাগ করা, কোথায় কাজ হবে তা নির্ধারণ করা, কাজ শুরু করা,
কাজ শুরু হলে সাপ্তাহিক বা মাসিক নিয়ন্ত্রণ, অগ্রসর পর্যালোচনা, যাচাই/বাছাই
ইত্যাদি ইত্যাদি।

যদি কাজ সহজ হতো তাহলে এতোদিন rbl দাঁড় হয়ে যেতো।

ছোটখাটো কাজের মধ্যে দাঁড়াবে

১) pligg এর বাংলা
২) xfce এর বাংলা (rbl প্রজেক্ট দৃশ্যত এর জন্য আটকে আছে)‌
৩) phpbb এর বাংলা (আপ্র অনেকদিন ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছে, তাদের বন্ধু
হিসেবে এই কাজে সাহায্য করা উচিত বলে মনে হয়)
-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list