[Ubuntu-BD] [ot] digg like

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Fri Jan 30 20:25:35 GMT 2009


>
> শেষ হবেনা! তাই শুরু করোনা! কারণ শেষের কাজটি কঠিন! দারুণ বিজ্ঞ যুক্তি বটে!


ভাই, সব কিছুই ধাপে ধাপে হয় তাই না? মনে করুন ক্লাশ সেভেনে পড়া এক ছেলে ডাক্তার
হবার শখ হয়েছে। এখন তার কি করা উচিৎ? ভাল করে লেখা পড়া করে ভাল রেজাল্ট নিয়ে
প্রথমে স্কুল তারপর কলেজ পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হওয়া উচিৎ? না, "ধুর! আমি
তো হব ডাক্তার। এই সব স্কুলের পোলাপাইনের সাথে পড়ে কি লাভ?!" বলে তখনই ডাক্তারি
পড়তে রওনা হয়ে যাওয়া উচিৎ?

আমি কাউকে নিরুসাহিত করছি না। অতি-আত্মবিশ্বাসী হয়ে শুরু করে পরে মাঝপথে গিয়ে
শুয়ে পড়া বা হঠাৎ হুজুগে নাচতে গিয়ে ঠ্যাং ভাঙ্গা টাইপ পরিস্থিতিতে পড়ার আশঙ্কা
ব্যক্ত করছি। কারণ,  ইংলিশ চ্যানেলে সাঁতার দিতে চাইলে প্রথমে বাড়ির পেছনের
পুকুরটা সাঁতরে পাড় করে শুরু করতে হয়।


More information about the ubuntu-bd mailing list