[Ubuntu-BD] Linus Torvalds Switched Back To Gnome

Raihan Hasnain Rahman raihanhasnain at gmail.com
Mon Jan 26 11:44:15 GMT 2009


Why are you calling it |nõm|? It's |gəˈnoʊm| G-N-O-M-E (GNU Network Object
Model Environment). I don't see anyone calling KDE as  "de" (|də|). :|

2009/1/26 shiplu <shiplu.net at gmail.com>

> On Mon, Jan 26, 2009 at 2:35 AM, goutam roy <gtm_roy at yahoo.com> wrote:
> > আমি লিনাক্সে নতুন। যতোদূর জানি, উবুন্টুতে গনোম এবং কুবুন্টুতে কেডিই
> ব্যবহার করা হয়। আমি প্রথমে উবুন্টু ব্যবহার করলেও পরে ডেস্কটপ দেখে কুবুন্টু
> ব্যবহার করা শুরু করি, কিন্তু এই দুটোর পার্থক্য সম্পর্কে খুব একটা জানি না।
> কাজটা ভালো করলাম, না খারাপ- তাও জানি না। তবে আপাতত ভালোই লাগছে। গত ক'দিনের
> এই ইমেইলালোচনায় কিছু নতুন শব্দের সাথে পরিচিত হলাম। ভালোই হলো- এগুলো
> >  সম্পর্কে জানতে হবে।
>
> এই থ্রেডের মেইলগুলো পড়লে মনে হতে পারে কেডিই একটা বাজে ডেস্কটপ
> এনভায়রনমেন্ট। আসলে কিন্তু তা না। কোন এক অদ্ভুত কারণে বাংলা কমিউনিটির
> মানুষজন নোমকে বেশি পছন্দ করে আর ইউজ করে। অনেকেই মনে করে নোম হচ্ছে আসল।
> তারপরে কেডিই। যেমন উবুন্তুর মেইন ডিস্ট্রো হল নোম ভিত্তিক। সেটার নামও
> উবুন্তু।
> যে যাই বলুক। আমার কাছে সৌন্দর্য মানেই কেডিই। নিজের কম্পিউটারে স্থায়ী
> ডেস্কটপ এনভায়রনমেন্ট মানেই কেডিই।
>
>
> --
> A K M Mokaddim
> http://talk.cmyweb.net
> http://twitter.com/shiplu
> Stop Top Posting !!
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list