[Ubuntu-BD] Meeting Time & Place

Shahriar Tariq shahriar at linux.org.bd
Thu Jan 8 08:27:08 GMT 2009


On Thu, Jan 8, 2009 at 3:35 AM, 9el <lenin at phpxperts.net> wrote:

> আমি প্রস্তাব করছি আগের বারের সেই সোহরাওয়ার্দী উদ্যান বিকাল ৩টা শুক্রবার ৯ই
> জানুয়ারী :) স্থান সংকুলানের অভাব নেই কারণ এটি প্রাক্তন রেসকোর্সের ময়দান ৭ই
> মার্চের ভাষণ এখানেই দেয়া হয়েছিলো। ;)
> অসুবিধা:
>  - শীতকাল
>  - ৫টার দিকেই উঠে না পড়লে বেজায় ঠান্ডা লাগবে কারণ বন ফায়ার বা বারবিকিউ এর
> ব্যবস্থা নেই
>  - ৫টার পরই ঝুপ করে আঁধার নামবে, সাথে মশা ও পোকা-মাকড়ের কামড় ফ্রি।
>
> বিকল্প প্রস্তাব হচ্ছে, BLUA এর ছোটোখাটো একটা অফিস আছে বনানীতে। সবাই আসতে
> পারেন তবে পাঁচজন বসতে পারবেন। জায়গা সাথে করে নিয়ে যেতে হবে। :D
>  সুবিধা:
>  - যতোক্ষণ খুশি আড্ডা মারা যাবে।
>  - আর কিছু না হোক পানি ফ্রি হতেও পারে।
>  - কাগজ-কলম বৈঠক সম্ভব হবে।
>

Both of them are not good idea at present context.

BLUA Office is not fully prepared now... lots of work to be done in the
office. Not ideal for a meeting of more than 3-5 people.


Please look for some place else.... :|

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list