[Ubuntu-BD] Meeting Agenda wanted
DarkLord (:=
darklord2007 at gmail.com
Tue Jan 6 08:12:34 GMT 2009
স্থান যদি সমস্যা হয়ে থাকে তবে প্রচ্ছদ পেজে ছোট করে দিতে পারেন তবে যা করেন
তাড়াতাড়ি করেন 9 তারিখ তো প্রায় হয়েই এসেছে।
আর সাজেশন গুলো বিবেচনায় রাইখেন
লিফলেটের ওপেনসোর্স লোগোটির বদলে ভেক্টর লোগো ব্যাবহার করুন লোগো এবং
সাথের টেক্সট ব্লারি দেখাচ্ছে ।
প্রস্তুতকারকের লাভ পয়েন্টের উপরের লাইনে তৈরীকারকের দেয়া আছে ওটা
প্রস্তুতকারকের করে দিন।
10. নয়টা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট দিতে পারেন বাংলা লিখার সুব্যবস্থা ফোনেটিক এবং বিজয় লেআউটের এর অনুরূপ ইউনিজয় রয়েছে।
সাদা কাগজে প্রিন্ট করবেন নাকি রঙিন কাগজে? রঙিন কাগজে করলে আকর্ষনীয় হবে
হালকা সবুজ বা হলুদ হলে ভাল হয়।
লিফলেট ফোল্ডিং হবেতো প্রতি পাতার লেখার চারপাশে একটু জায়গা রেখে বর্ডার
দিলে সুন্দর হয়। প্রচ্ছদ পাতার নীচে স্লোগান থাকলে ভালো হয়।নিরাপদ থাকুন
স্লোগান টি আর লিফলেটের শেষ পেজের একদম শেষে পাইরেসীকে না বলুন স্লোগান
টি দিতে পারেন। এই.....
9el wrote:
> এইটা কী বললেন? আমি তো উধাও ছিলাম না!
> আমি হালকা অবজেকশন দিয়ে রাখছিলাম যে ৯টা পয়েন্ট যোগ করে দেয়া হয় নাই।
>
>
More information about the ubuntu-bd
mailing list