[Ubuntu-BD] Meeting Agenda wanted

DarkLord (:= darklord2007 at gmail.com
Tue Jan 6 07:58:05 GMT 2009


আমরা এর আগেও একটি মিটিং করেছিলাম সেখানে আমরা ওপেনসোর্স লিনাক্স সহ আরো অনেক 
কিছু নিয়ে আলোচনা করেছি। একে অন্যের আইডিয়া শেয়ার করেছি , কিভাবে বাংলাদেশে 
লিনাক্সকে আরো জনপ্রিয় করা যায় এছাড়াও আমাদের ভবিষ্যত বিভিন্ন কর্মকান্ডের 
পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ লিনাক্স ওপেনসোর্স নিয়ে বাংলায় লিফলেট প্রস্তুত করা 
হয়েছে । বিএলইউএর উইকিপেজ তৈরী করা হয়েছে যাতে ব্যবহারকারী বাংলায় লিনাক্স ও 
ওপেনসোর্স বিষয়ক অনেক তথ্য জানতে পারবে। এছড়াও মেইলিং লিস্টে তো আমরা ভর্চুয়ালি 
আলোচনা করি মিটিং এ আমরা একে অন্যের সাথে পিরচিত হতে পারি। এটিকে মিটিং না 
বলে আড্ডাও বলা যায়।

আমার মনেহয় এই শীতে মিটিং ইনডোরে হোলে ভালো হয় :)

Faisal Ahmed wrote:
> Dear All,
> I am very new in this group. I ma not what what i suppose to do. Why the
> meeting for.
> Or Should I join here or not. What will be my role. And the most important
> question is
> "am I invited?" I don't know....
>   

এখানের সকলেরই ইনভাইটেড চলে আসবেন :)
> Anyway, take care.
> bye
> Faisal Ahmed
>
> 2009/1/5 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
>
>   
>> On Mon, Jan 5, 2009 at 3:37 PM, 9el <lenin at phpxperts.net> wrote:
>>
>>     
>>> I think it would be better if held at the same place like before.
>>>
>>>       
>> আচ্ছা দেখি অন্যরা কি বলেন। তাছাড়া কয়জন আসবেন সেটাও দেখার বিষয়।
>>
>> সমস্যা হচ্ছে সন্ধ্যা (বানান ঠিক আছে???)  হয়ে গেলে উঠে পরতে হবে। আর শীতকালে
>> সন্ধ্যা খুবই দ্রুত হয়। কথা শেষ হবার আগেই মিটিং বন্ধ করে দিতে হতে পারে।
>>
>> আরেকটি অনুরোধ জবাব দেবার সময় reply to all নির্বাচন করুন। এটা কয়েকটি লিস্টে
>> cc করা আছে।
>>
>> --
>> Thanking you
>> Shahriar
>>
>> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
>> http://forum.linux.org.bd
>>
>> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
>>
>> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
>> মুক্ত.অর্গ http://mukto.org
>> --
>> Ubuntu Bangladesh mailing list
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>     
>
>
>
>   




More information about the ubuntu-bd mailing list