[Ubuntu-BD] Ubuntu Emergency Codec Pack

gul mehdi mehdi_adust at yahoo.com
Tue Feb 24 12:43:31 GMT 2009



nice.....solution..also useful for who are connected to online..


Kazi Md. Gul Mehdi
CSE Student 
Dhaka



--- On Sun, 2/22/09, নাসির খান <nasir8891 at gmail.com> wrote:
From: নাসির খান <nasir8891 at gmail.com>
Subject: Re: [Ubuntu-BD] Ubuntu Emergency Codec Pack
To: "Ubuntu Bangladesh" <ubuntu-bd at lists.ubuntu.com>
Date: Sunday, February 22, 2009, 6:06 PM

ডাউনলোডের ঠিকানা হবে
http://uec-pack.googlecode.com



2009/2/23 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>

> বিলম্বে মেইল করার জন্য
দুঃখিত।
>
> অনেকদিন ধরেই নতুন উবুন্টু
ব্যবহারকারীদের একটা বড়
সমস্যা ছিল যে উবুন্টু
> ইন্সটলের পর mp3, wma এইরকম
ফরম্যাটের ফাইলগুলো চলত না।
কারণ চালাতে হলে
> ইন্টারনেট থেকে আগে কোডেক
নামানো লাগে। বিশেষ করে যাদের
বাড়িতে ইন্টারনেট নেই
> তারা খুবই সমস্যায় পড়ে।
অনেকের আবার দেখা যায় ইন্সটলের
পর মডেমের সমস্যার
> কারণে
> উবুন্টু থেকে ইন্টারনেটের
সাথে যুক্ত হতে পারেন না বিধায়
উবুন্টু তাদের গানও
> শোনায় না, মুভিও দেখায় না।
কয়েকজন আবার খুব উৎসাহ নিয়ে
বন্ধুর পিসিতে গিয়ে
> ইন্সটল করে দেবার পর
অন্ধ-বোবা উবুন্টুর জন্য বন্ধু
কাছে হাসির পাত্র হন। এদের
> জন্যই এই টুনি প্যাক সমাধান।
>
> UEC-Pack বা Ubuntu Emergency Codec Pack এর আকার
মাত্র ৮.২ মেগাবাইট। এটা
> অনলাইন থেকে নামিয়ে নিলে
অফলাইন থেকে ইন্সটল করা যাবে।
ছোট আকার হওয়াতে এটাকে
> পকেটে পুরে আরামসে ঘোরা
যাবে। কাজ করবে উবুন্টুসহ সব
কয়টা ডেবিয়ান ভিত্তিক
> ডিস্ট্রোতে Gnome, KDE, xfce যেকোন  DE
-তে।
>
> এটা সফলভাবে ইন্সটল করলে যা
যা চলবে:
> *অডিও:* MP3, WMA, WAV, RM, AAC
> *ভিডিও:* MPG, AVI, WMV, MP4, FLV, 3GP, MOV, MKV
>
> UEC-Pack -এর বর্তমান বাড়িঘর হচ্ছে
এখানে: http://uec-pack.googlecaode.com
>
> ছবিসহ ইন্সটল করার
বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে
এখানে:
> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2935
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 

Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]
www.nasirkhan.co.cc
nasir8891.wordpress.com
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



      


More information about the ubuntu-bd mailing list