[Ubuntu-BD] Silly Problem

shiplu shiplu.net at gmail.com
Fri Feb 20 19:00:45 GMT 2009


বলেই তো দিল,

No package 'glib-2.0' found মানে 'glib-2.0' প্যাকেজ পাওয়া যায় নি।

এমন ক্ষেত্রে এমন কিছু করতে হবে যাতে প্যাকেজটা পাওয়া যায়।
সেই এমন কিছুর নাম হল ইন্সটল করা।

ইন্সটল করুন পেয়ে যাবেন। ইন্সটল করার জন্য অতিগরু ক্ষমতার কমান্ডের নাম হল, এপ্ট।
আরেকটা আছে সিনাপ্টিক।

আমার মনে  হয়  আপনি build-essential প্যাকেজ ইন্সটল করেননি।


-- 
A K M Mokaddim
http://talk.cmyweb.net
http://twitter.com/shiplu
Stop Top Posting !!
বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল


More information about the ubuntu-bd mailing list