> অনটপিক: > ব্যক্তিগত মত: ২১ তারিখ খুবই সমস্যাজনক তারিখ হবে মিটিং এর জন্য, > ক) অনেকেরই পূর্ব পরিকল্পনা থাকতে পারে ওই দিনে, > খ) রাস্তায় প্রচুর জানযট থাকবে, সময় মতো পৌছানো সমস্যা হবে > গ) কোথাও গিয়ে আলোচনার মতো পরিবেশ থাকবে না > ঘ) নিরাপত্তার অযুহাতে অতিরিক্ত কড়াকড়ি থাকবে > > +1