[Ubuntu-BD] interpid bug

Raihan Hasnain Rahman raihanhasnain at gmail.com
Thu Feb 5 00:50:12 GMT 2009


সবার মনে হয় নকিয়া ৩১১০ নাই।

তবে এরকম বাগ রিপোর্ট করার থেকে না করাই ভালো। আপনাকে বলা হলো যে লগ টা
কপি করে দিতে, আপনি তো ভেগে এলেন।
শুধু বাগ রিপোর্ট করলেই হবে না, বাগ-মারা শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকতে
হবে যাতে সমস্যার সমাধান হয়। আপনার যে সমস্যা হচ্ছে তার system replicate
করা আরেকজনের পক্ষে সম্ভব নাও হতে পারে, আর সেটি করতে না পারলে বাগটির
priority কমিয়ে দেওয়া হবে, আর অচিরেই close করে দেওয়া হতে পারে।

আমার কাছে ৩১১০ নাই, আমি পরে (শনিবার) ই৫১/৫৮০০এক্সএম লাগিয়ে দেখে জানাবো।


On Wed, Feb 4, 2009 at 11:02 PM, dark lord <darklord2007 at gmail.com> wrote:
>
> আমি তো এখন হার্ডি তে এই সমস্যায় কি আর কেউ পড়েন নি
>
> On 2/4/09, Shahriar Tariq <shahriar at linux.org.bd> wrote:
> > On Wed, Feb 4, 2009 at 4:54 AM, DarkLord (:= <darklord2007 at gmail.com> wrote:
> >
> >> plz reply there if u r facing same problem
> >>
> >> DarkLord (:= wrote:
> >> > "বাগ" মারা কর্মসূচীতে অংশগ্রহণ করলাম আমার ফার্সট লন্চপ্যাড বাগ পোষ্ট
> >> >
> >> > https://bugs.launchpad.net/ubuntu/+bug/325044
> >> >
> >> > :)
> >>
> >
> >
> > মিয়া ভাই সমস্যা কয়েই দৌড় দিলে কেমনে হবে? সমস্যার সমাধানের জন্য যা চাচ্ছে তা
> > তো দিতে পারতা নাকি? এখন ওরা কেমনে এই বাগ ফিক্স করবে জন্টিতে?
> >
> > ওখানে সমস্যার সমাধান হিসেবে ওটা দেয় নাই, সমস্যার সরূপ জানার জন্য কোডটা
> > দিয়েছে।
> >
> > সাহায্য করতে চাইলে সম্পূর্ন রূপে সাহায্য করতে যাওয়া উচিত, নাহলে অযথা সময়
> > নষ্ট হবে তোমারও তাদেরও
> >
> > --
> > Thanking you
> > Shahriar
> >
> > Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> > http://forum.linux.org.bd
> >
> > Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
> >
> > Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> > মুক্ত.অর্গ http://mukto.org
> > --
> > Ubuntu Bangladesh mailing list
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
> --
> Sent from my mobile device
>
> DARKLORD (:=
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list