[Ubuntu-BD] [ot] digg like

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sun Feb 1 07:18:31 GMT 2009


2009/2/1 নাসির খান <nasir8891 at gmail.com>

> আমিও প্রথমে ছোট কোন প্রোজেক্ট শেষ করার পক্ষে । তবে আমরা বুঝতে পরবো আমরা
> কতজন
> একসাথে কাজ করতে পারবো এবং এধরনের কাজে কি কি সমস্যা হতে পারে।
> আরও একটা বিষয় আমরা মনে হয় এই ধরনের প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতারও সকলের নাই
> ফলে বড় প্রোজেক্টের ফলাফলের জন্য বহুদিন অপেক্ষা করার মত মানসিকতা শেষ পর্যন্ত
> সবার নাও থাকতে পারে । তাই প্রজেক্ট ছোট হলে ফলাফল দ্রুত পাওয়া যাবে ফলে বড়টির
> প্রতি আগ্রহ বাড়বে।
>
> ছোট প্রোজেক্ট করতে লোক কম হলেও চলবে ফলে শেষ হবার পর অন্যদের বোঝানো সহজ হবে
> যে আমরা কাজ শেষ করতে পারি। লোক বেশী হলে "ঐ" বড় প্রোজেক্টটি শেষ করতে পারবো ।
>

এটাই বলার চেষ্টা করা হচ্ছে। আমিও একমত আপনার সাথে।

তাহলে xfce দিয়ে শুরু হোক? (rbl প্রজেক্ট নিয়ে কাজ করার সখ ছিলো বেশ) :(।

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list