[Ubuntu-BD] General Questions about linux

shiplu shiplu.net at gmail.com
Mon Aug 24 16:55:28 BST 2009


এরকম কিছু প্রশ্ন আমারও।
তবে সেটা উইন্ডোজ নিয়ে।

১) নোটপ্যাড সোর্সকোড হাইলাইট করে না কেন?
২) ls, grep, dd, ``, tar ইত্যাদি কমান্ডগুলো নাই কেন?
৩) উইন্ডোজ ইন্সটল করলে কেন perl, python ইন্সটল হয় না।
৪) বেশির ভাগ ডিভাইসই ডিটেক্ট করতে পারে না। ড্রাইভার ইন্সটল করতে হয়।
৫) একটা কিছু ইন্সটল করলে সেটা কেন %PATH% এনভায়রনমেন্টে যোগ হয় না?
আলাদা করে যুক্ত করতে হয় কেন?
৬) অনেক কাজই এখন পর্যন্ত শুধু গ্রাফিকাল মুডে করা যায়। কনসোলে মোডে
কমান্ড থাকে না কেন? কনসোলে অনেক কাজই করা যায় না।
৭) কনসোলে একটা ভাল এডিটর কেন নাই?
৮) / চাপলে সার্চ শুরু হয় না কেন?
৯) প্রোগ্রামিং করা এত কঠিন কেন? কোন কিছুই বিল্টইন ইন্সটল করা থাকে না।
১০) পিডিএফ পড়ার জন্য কেন ভারি ভারি সফটওয়্যার ইন্সটল করতে হয়? বিল্টইন কিছু নাই?
১১) চাইলেই সোর্স এডিট করে কম্পাইল করতে পারি না কেন? বা ইন্সটল করা
সফটওয়্যারের ডিএলএল ফাইল লিঙ্ক করে কম্পাইল করতে পারি না কেন??
১২) কোন কিছু ইন্সটল করলে কিছু কপি হয় উইন্ডোজ ফোল্ডারে আর কিছু হয়
সফটওয়্যারেরর ফোল্ডারে। এরকম কেন??
১৩) এত স্লো কেন?? কপি করতে এত সময় লাগে কেন?
১৪) পুরো কনসোল মোড নাই কেন?? উইন্ডোজ ৯৫/৯৮ এ ছিল। এখন কমান্ড প্রম্পটে
উইন্ডোজ চালু করলে যেই কমান্ড প্রম্পট আসে সেটাই বা কেন একটা উইন্ডোর
মধ্যে চলে??
১৫) ভাইরাস কি ? এটা এট্যাকই বা করে কেন??
১৬) একটাই দেখি উইন্ডো ম্যানেজার, আর কি কোন উইন্ডো ম্যানেজার নাই?
১৭) ডিফল্ট প্লেয়ার অনেক ফরম্যাটের মিডিয়া চালাতেই পারে না। যেমন রিয়েল মিডিয়া।
১৮) কমান্ডের কোন হেল্প নাই কেন??  man, info টাইপের কিছু নাই কেন??
১৯) ড্রাইভ কি?? কোন ড্রাইভে ডিভিডি ইমেজ রাখা যায়। কোনটাতে রাখা যায় না।
এরকম ইনকন্সিস্টেন্সি কেন?
২০) একটা উইন্ডোজ ইন্সটল করতে লাগে ১৬ গিগা। অথচ এর মধ্যে কিছুই থাকে না??


-- 
A K M Mokaddim
http://talk.cmyweb.net
http://twitter.com/shiplu
Stop Top Posting !!
বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল
Sent from Dhaka, Bangladesh


More information about the ubuntu-bd mailing list