[Ubuntu-BD] SUPER ubuntu

dark lord darklord2007 at gmail.com
Mon Apr 27 14:38:48 BST 2009


আপনি বোঝেন নি ব্যাপার টা আমি প্রোপাইটারী এ্যাপলিকেশনের কথা বলছিনা।
হাজারো ভালো মানের  ফস এ্যাপলিকেশন রয়েছে সোর্সকোড না দিয়ে সে যায়গায়
ডিভিডি তে সে সকল এ্যাপলিকেশন দিতে পারে নাহলে একজন non-programmer ও
সাধারন ইউজার হিসেবে উবুন্টু সিডি এবং ডিভিডি র মধ্যে খুব একটা ডিফারেন্স
দেখিনা। BTW ডিভিডি তে তো উবি ও নেই।

On 4/27/09, 9el <lenin at phpxperts.net> wrote:
> একই রকম মনে হয় উবুন্তু আলটিমেট এডিশন। কিন্তু ওগুলো তো ওপেনসোর্সের মূলের সাথে
> মেলে না। নীতি বিসর্জন দিয়ে কি করে প্রোপ্রাইটরি সফটওয়্যার দেবে ওরা?
>
> 2009/4/27 dark lord <darklord2007 at gmail.com>
>
>> আমার মনেহয় নতুন ইউজার দের উবুন্টু ডিভিডির বদলে সুপার উবুন্টু দিলে ভালো
>> হয় কারন ডিভিডিতে এ্যাপস এর পাশাপাশী যে সোর্সকোড দেয়া থাকে তা
>> প্রোগ্রামার ছাড়া বেশীরভাগ ইউজারের কাজে আসেনা।
>>
>> উবুন্টু যদি ওপেনসুসির মত ডিভিডির বিশাল স্পেসের সদ্বব্যাবহার করে হাজারো
>> এ্যাপলিকেশন যুক্ত করে দিত তাহলে ভালো হত । তবে চিন্তা কি যা চেয়েছিলাম
>> সুপার উবুন্টু তা ই দিয়েছে
>>
>> On 4/27/09, dark lord <darklord2007 at gmail.com> wrote:
>> > http://hacktolive.org/wiki/Super_OS
>> >
>> > I need this super ubuntu 9.04v  . can any 1 download this for me?
>> >
>> > DL: http://hacktolive.linuxfreedom.com/
>> >
>> > http://techtunes.com.bd/open-source/tune-id/2937/
>> >
>> >
>> > --
>> > DARKLORD (:=
>> >
>>
>>
>> --
>> DARKLORD (:=
>> --
>> Ubuntu Bangladesh mailing list
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
DARKLORD (:=


More information about the ubuntu-bd mailing list