[Ubuntu-BD] Google talk এর বিকল্প?
Nasimul Haque
nasim.haque at gmail.com
Mon Sep 29 11:17:37 BST 2008
2008/9/28 নাসির খান <nasir8891 at gmail.com>:
> পিজিন দিয়ে gmail এর চ্যাট ব্যাবহার করা যায়। google talk বলতে আমি অডিও
> এবং ভিডিও চ্যাট করা যায় এমন ম্যাসেঞ্জারের কথা বুঝাতে চাইছিলাম।
আর কিছুদিন অপেক্ষা করলেই সব ধরণের অডিও-ভিডিও চ্যাট এক জায়গায় করা যাবে।
সফটওয়্যারটার নাম empathy। এটা নোম-এর ডিফল্ট ইনস্ট্যান্ট মেসেঞ্জার হবে
পিজিনের বদলে। হার্ডিতে-ও এটা ইনস্টল করা যায়। তবে আমি অডিও-ভিডিও
সাপোর্ট পাইনি।
ইয়াহু ভিডিও-র জন্য gyachii ব্যবহার করা যায়।
--
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK
More information about the ubuntu-bd
mailing list