[Ubuntu-BD] Google talk এর বিকল্প?

নাসির খান nasir8891 at gmail.com
Sun Sep 28 16:19:05 BST 2008


পিজিন দিয়ে gmail এর চ্যাট ব্যাবহার করা যায়। google talk বলতে আমি অডিও
এবং ভিডিও চ্যাট করা যায় এমন ম্যাসেঞ্জারের কথা বুঝাতে চাইছিলাম।

উবুন্টুতে yahoo, hotmail, gmail অ্যাকাউন্ট ব্যাবহার করে অডিও ও ভিডিও
চ্যাট করার জন্য কোন ম্যাসেঞ্জার সবচাইতে ভালো? সবগুলার জন্য একটি বা
আলাদা আলাদা ম্যাসেঞ্জার হতে পারে।



-- 
[saikat]
www.nasirkhan.co.cc
http://www.new.facebook.com/home.php#/profile.php?id=1350570162


More information about the ubuntu-bd mailing list