[ Ubuntu-BD ] গুগলের উন্মুক্তসোর্স ব্রাউজার- ক্রোম

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sat Sep 6 18:13:22 BST 2008


On Sat, Sep 6, 2008 at 12:42 PM, Tarin Mahmood <tmahmood at arenamobile.com>wrote:

> ha! This is wired! Fighting over OS, Browser!  ha ha. I can't believe how
> people make this such a big deal! You use what you want to use.
>
> And We suggest Linux to others cause we Know it to be better, we are not
> pushing it on other.  If you are doing that way you are doing it wrong.
> GNU/Linux is all about choices. You can use it or not as you like not what
> other people say. Simple. So goes for any applications.
> (not true for my sister though)
>
>
আমি তারিন ভাইয়ের সাথে একমত। আমরা উইন্ডোজের বদলে লিনাক্স ব্যবহার করতে বলছি
কারন লিনাক্স বহুগুন ভালো এবং লিনাক্স ওপেনসোর্স একটি প্রজেক্ট যা কখনও
"করাপ্টেড" হবার সম্ভাবণা নেই। তাছাড়া আমরা মানুষকে ডেমনস্ট্রেট করতে পারি,
ফোর্স করতে পারি না যে লিনাক্স ব্যবহার করতেই হবে, তোমার পছন্দ হলে তুমি
ব্যবহার করো নাহলে করার দরকার নেই।

আর ব্রাউজারের ক্ষেত্রে এখন কেউ যদি আইই৫ বা ৬ ব্যবহার করতে থাকতো তাহলে নাহয়
বলা যেতো আপনার ব্রাউজারের চেয়ে বহুগুন ভালো হচ্ছে ফায়ারফক্স, ওপেরা বা ক্রোম।
ওপেরাকে কি কেউ খারাপ বলতে পারবেন?

রাইহান ভাই দুঃখজনক ঘটনা :(
আমার বাসায়ও একবার তুলকালাম হয়েছিলো পাইরেটেড এমএস অফিস এর বদলে অপেনঅফিস দেবার
জন্য :(
-- 
শাহরিয়ার


More information about the ubuntu-bd mailing list