[Ubuntu-BD] M$
Hasin Hayder
countdraculla at gmail.com
Thu Oct 16 22:56:50 BST 2008
definitely a very good news for jQuery and john resig. jQuery is really a
fantastic javascript engine!
-hasin
2008/10/17 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
> On Fri, Oct 17, 2008 at 2:50 AM, DarkLord (:= <darklord2007 at gmail.com
> >wrote:
>
> > এইটা পরছেন কেউ?
> > http://www.ittefaq.com/content/2008/10/17/news0190.htm
> >
>
> সবার সুবিধার জন্য কনভার্ট করে দিচ্ছি।
> ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট
>
>
> জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট।
> মাইক্রোসফট
> হল পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম; যাদের সব প্রোডাক্টই
> ব্যবহারকারীকে টাকার বিনিময়ে কিনে নিতে হয় এপ্লিকেশন স্যুইট বা প্যাকেজ
> হিসেবে।
> অন্যদিকে ওপেনসোর্স হল সারাবিশ্বের সফটওয়্যার ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি
> প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডসহ যেকোন সফটওয়্যারটি একদম বিনামূল্যে ব্যবহার করা
> যায়। এ থেকে সহজেই বুঝা যায় মাইক্রোসফট আর ওপেনসোর্স হল সম্পূর্ণ বিপরীত
> মেরুতে
> অবস্থানরত দু'টি বিপরীত ধ্যান-ধারণার প্রতিষ্ঠান। বাস্তবেও মাইক্রোসফট
> ওপেনসোর্স আন্দোলনের ঘোর বিরোধী। আর এখন যদি খবর পাওয়া যায় মাইক্রোসফটই একটি
> ওপেনসোর্স সফটওয়্যারকে নিজের করে নিয়েছে তাহলে আশ্চর্য হওয়ার মতোই খবর!
> জেকুয়েরী হল এজাক্স ফ্রেমওয়ার্কে রিচ ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করার একটি
> ফ্রিওয়্যার। মাইক্রোসফট জেকুয়েরী ওপেনসোর্স সফটওয়্যারটিকে এখন ভিজ্যুয়াল
> স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটের লাইব্রেরি হিসেবে গ্রহণ করেছে।
>
> অন্যদিকে একই সময়ে বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া ঘোষণা
> করেছে
> নোকিয়া'র মোবাইল ওয়েব ডেভেলপমেন্টের জন্য জেকুয়েরী ব্যবহার করবে। জেকুয়েরী'র
> জন্য এটা একসাথে বিশাল দু'টি বড় খবর যে বিশ্বখ্যাত দু'টি কোম্পানি মাইক্রোসফট
> ও
> নোকিয়া একই সাথে জেকুয়েরী নিজেদের সাথে জড়িয়ে ফেলায় গুগল বা অ্যামাজনের মত
> ওয়েবসাইটগুলোও একে একে জেকুয়েরীকে ওয়েব এপ্লিকেশন হিসেবে ব্যবহার করা শুরু
> করবে। মাইক্রোসফট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, স্কট গাথির বলেন, 'জেকুয়েরীর
> সবচেয়ে বড় আবেদনটি হল খুব দক্ষতার সাথে জেকুয়েরী ব্যবহার করে যেকোন এইচটিএমএল
> ইলিমেন্ট অল্পকিছু প্রোগ্রাম কোড লিখেই ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়।' এনিমেশন ও
> সিলেকশনের কাজগুলো ওয়েবে সহজে করার জন্য অনেক সফটওয়্যার ডেভেলপারই মাইক্রোসফট
> কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছিল এএসপি ডট নেট এজাক্স সাপোর্ট তৈরি করার জন্য।
> এর
> পরিপ্রেক্ষিতে দুই মাস আগে মাইক্রোসফট ঠিক করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি
> করবে। আর এই এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করতে গিয়েই মাইক্রোসফটের
> ডেভেলপাররা বুঝতে পারে জেকুয়েরী সাপোর্ট বর্তমানে এই চাহিদাটাই আলাদাভাবে পূরণ
> করে যাচ্ছে। তাই আর নতুন করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করার প্রয়োজন
> নেই।
> পরবর্তিতে জেকুয়েরীকেই ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটটি অন্তর্ভূক্ত
> করে
> নেয় মাইক্রোসফট।
>
> মাইক্রোসফট পরিবর্তনের ইঙ্গিত
>
> জেকুরেয়ী'কে মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটে অন্তর্ভূক্ত
> করেছে। এতে হয়েছেটা কি? কেনইবা এ প্রসঙ্গটি এত গুরুত্বপূর্ণ? আগেই আপনাদের
> বলেছি ওপেনসোর্স সফটওয়্যার আর মাইক্রোসফট হল বিপরীত দুই মেরুতে অবস্থানকারী
> প্রতিষ্ঠান। যারা আরো বেশি জানেন এ বিষয়টি তারা বেশ উপলব্ধি করতে পারছেন
> মাইক্রোসফট বদলে যাচ্ছে। মাইক্রোসফটের আসছে অনেক পরিবর্তন। মাইক্রোসফট যখন
> এজাক্সের সাথে একীভূত হয়ে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল
> তা ছিল আসলে এজাক্সকে বিলুপ্ত করে ফেলারই একটি উদ্যোগ। এজাক্সকে বিলুপ্ত করে
> এজাক্সের মতই নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলত মাইক্রোসফট। এখন জেকুয়েরীকে
> নিজেদের করে নিয়ে মাইক্রোসফট কোন পরিবর্তন আনেনি। তার মানে এবার মাইক্রোসফটই
> জেকুয়েরীর একটি সাপোর্ট নিচ্ছে তা প্রতিষ্ঠিত হল। আর মাইক্রোসফটের এ উদ্যোগের
> ফলে প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছে ওপেনসোর্সের সাথে মাইক্রোসফটের যে বিরোধ
> তা
> মিটতে শুরু করল। মাইক্রোসফটের তরফ থেকে সত্যিই এটি একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ
> যে তারা নিজেরাই জেকুয়েরী ফ্রেমওয়ার্ক তৈরি করে নেয়নি বরং ওপেনসোর্সকে
> অপরিবর্তিত রেখেই করেছে। মাইক্রোসফটের বিরুদ্ধে প্রযুক্তি আত্মসাতের যে অভিযোগ
> রয়েছে এই ঘটনার ফলে তার কিছুটা ঘুচবে বলেও অনেকে আশা প্রকাশ করছে।
>
> ০ তথ্যপ্রযুক্তি ডেস্ক
>
>
> ব্যক্তিগত মন্তব্য,
> যতোদিন জেকুয়েরী ওপেনসোর্স থাকবে ততোদিন কোন সমস্যা নেই, বরং ভালো উদ্যোগ। তবে
> যদি এই ফ্রেমওয়ার্কের উপর কোন ক্লোস্ড সোর্স কিছু বানায় অথবা জেকুয়েরী বন্ধ
> করে
> দেয় তা খুবই দুঃখজনক হবে।
>
> --
> Thanking you
> Shahriar
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Regards
Hasin Hayder
i2we inc (www.i2we.com)
http://hasin.wordpress.com
More information about the ubuntu-bd
mailing list