[Ubuntu-BD] ubuntu 8.10

DarkLord (:= darklord2007 at gmail.com
Mon Nov 24 16:03:38 GMT 2008


আচ্ছা উবুন্টু আইবেক্সে বলা হচ্ছে বিবিসি ভিডিও দেখার সাপোর্ট দেয়া হয়েছে টোটেমে। 
কিন্তু ভিডিও দেখার জন্য জিস্ট্রিমার কোডেক ইনস্টল করতে বলছে। তো কোন ধরনের 
সাপোর্ট দেয়া হল বুঝিয়ে বলবেন।

আর আইবেক্সের উল্যেখযোগ্য ফিচার মানে পুর্ববর্তী ভার্সন হতে এভার্সনে নতুন কি ফিচার 
বা এপ্লিকেশন যুক্ত করা হয়েছে জানতে চাচ্ছি।




More information about the ubuntu-bd mailing list