[Ubuntu-BD] Antivirus
dark lord
darklord2007 at gmail.com
Mon Nov 17 18:55:01 GMT 2008
লিনাক্সে এন্টিভাইরাস নিয়ে একটা মেইল দিয়েছিলাম্ একজন উত্তর দিয়েছিলেন মনেহয়।
এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি হার্ডডিস্ক থেকে উইনডোজের জন্য তৈরী কৃত ভাইরাস
মুছতে পারে মানে লিনাক্স ওএস থেকেই। win32... জাতীয় ভাইরাস আমার কিছু প্রোগ্রাম
ইনফেক্ট করেছিল এখন প্রশ্ন হচ্ছে কোন এন্টিভাইরাসের মাধ্যমে আমি উবুন্টু থেকেই
হার্ডডিস্কে থাকা ভাইরাস মুছতে পারবো। ডিসইনফেক্ট না করতে পারলেও সমস্যা নাই
ইনফেক্টেড ফাইল গুলো মুছতে পারলেই হল।
--
DARKLORD (:=
More information about the ubuntu-bd
mailing list