[Ubuntu-BD] প্রিন্টার সমস্যা canon pixma ip800

Shabab Mustafa shabab_mustafa at yahoo.com
Thu Nov 13 20:16:26 GMT 2008


আজব! ক্যাননের সাইটে Pixma ip800 মডেলের কোন প্রিন্টারের কথাই নাই, ড্রাইভার তো অনেক পরের কথা। পিক্সমা সিরিজের লিনাক্স কম্প্যাটিবিলিটির পেজ পেলাম একটা, ওখানেও ip800 মডেলের কোন প্রিন্টারেরই উল্লেখ নাই। 
http://www.canon-europe.com/Support/Software/Linux/PIXMA/index.asp

 





________________________________
From: নাসির খান <nasir8891 at gmail.com>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Thursday, November 13, 2008 11:14:26 PM
Subject: [Ubuntu-BD] প্রিন্টার সমস্যা canon pixma ip800

Cannon Pixma ip800 মডেলের প্রিন্টারটি উবুন্টুতে ব্যবহার করতে পারছি না । কোন
ড্রাইভার পাওয়া যাচ্ছে না। গুগলে খুজে দেখলাম অনেকেরই এই মডেলটি নিয়ে সমস্যায়
ভুগছেন কিন্তু কোন সমাধান খুজে পাই নাই।

আপনারা কেউ কি সাহায্য করতে পারেন? শুধুমাত্র প্রিন্ট করার জন্য " উইন্ডোজ "
ব্যবহার করতে হচ্ছে।

-- 
[saikat]
www.nasirkhan.co.cc
আমার ব্লগ: http://nasir8891.wordpress.com
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



      


More information about the ubuntu-bd mailing list