[Ubuntu-BD] ডুয়েল বুটে সমস্যা

নাসির খান nasir8891 at gmail.com
Thu Nov 13 17:06:01 GMT 2008


আমার বন্ধুর কম্পিউটারে কয়েকদিন আগে উবুন্টু ৮.০৪.১ ইনস্টল করলাম ।  কিন্তু কাজ
করতে পারছি না।

প্রাথমিক ভাবে ডুয়েল বুট হিসাবে ব্যবহারের চেষ্টা করেছিলাম । কিন্তু ইনস্টলের
পর সর্বোচ্চ ১ মিনিট ঠিক ভাবে কাজ করে তারপর হ্যাং করে। রিস্টার্ট করলে আবারও
একই রকম অবস্থা।

ডুয়েল বুট না করে শুধু উবুন্টু ব্যবহার করলে এমন হয় না তখন সব কাজ ঠিক ভাবে করা
যায়।

পিসি কনফিগারেশন
processor : Duel-core 2.4 GHz
mother board : intel GC945
hard disk : samsung 200 GB
ram : 1 GB

-- 
[saikat]
www.nasirkhan.co.cc
আমার ব্লগ: http://nasir8891.wordpress.com


More information about the ubuntu-bd mailing list