[Ubuntu-BD] code block debugger

নাসির খান nasir8891 at gmail.com
Sat Nov 8 18:00:52 GMT 2008


অনেক ধন্যবাদ। এখন ঠিক ভাবে কাজ করা যাচ্ছে।

2008/11/7 Nasimul Haque <nasim.haque at gmail.com>

> 2008/11/7 নাসির খান <nasir8891 at gmail.com>:
> > আমি code block ব্যবহার শুরু করেছিলাম কিন্তু সাধারন সি বা সি++ ফাইল গুলা
> > ডিবাগ করা যায় না। ডিবাগ অপশন গুলা অফ থাকে ।
> > ...
> >  কেউ কি জানাবেন কিভাবে এটি ব্যবহার করতে হয়?
>
> যে কোন আইডিই-তে ডিবাগ করার জন্য একটা প্রজেক্ট খুলতে হয়। শুধু একটা
> ফ্লাট ফাইল খুলে সেটা ডিবাগ করা যায় না। সি/সি++ কম্পাইল, রান, ডিবাগ
> করার জন্য পেছনে অনেক টুল কাজ করে। সেগুলো ঠিকভাবে পাওয়ার জন্যই প্রজেক্ট
> তৈরী করতে হয়।
>
> আর প্রজেক্ট তৈরী করতে না চাইলে কমান্ড লাইন থেকে ডিবাগ করতে হবে, যা
> কিনা অভিজ্ঞরাই শুধু ভালো পারেন।
>
> নাসিম
>
> --
> M. Nasimul Haque, M.Sc.(SUST)
> Wessex Institute of Technology
> Southampton, UK
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
[saikat]
www.nasirkhan.co.cc
আমার ব্লগ: http://nasir8891.wordpress.com


More information about the ubuntu-bd mailing list