[Ubuntu-BD] code block debugger
নাসির খান
nasir8891 at gmail.com
Fri Nov 7 16:34:35 GMT 2008
আমি code block ব্যবহার শুরু করেছিলাম কিন্তু সাধারন সি বা সি++ ফাইল গুলা
ডিবাগ করা যায় না। ডিবাগ অপশন গুলা অফ থাকে ।
উইকিতে দেখলাম প্রোজেক্ট কিভাবে ডিবাগ করতে হয়। কিন্তু প্রোজেক্ট ডিবাগ অন করার
অপশন ও অফ। সাধারন ডিবাগিং অপশনে -g অ্যাড করার পরও ডিবাগিং অপশন অফ। ওদের
ইউজার গাইডেও কিছু লেখা নাই।
কেউ কি জানাবেন কিভাবে এটি ব্যবহার করতে হয়?
--
[saikat]
www.nasirkhan.co.cc
আমার ব্লগ: http://nasir8891.wordpress.com
More information about the ubuntu-bd
mailing list