[ Ubuntu-BD ] writing in Bengali at facebook, gmail

Shahriar Tariq shahriar at linux.org.bd
Fri May 30 20:10:07 BST 2008


On Sat, May 31, 2008 at 12:06 AM, Nazmul Kabir <nazmul.kabir at bdosn.org>
wrote:

>
>  How can I write in Bangla in Gmail, Facebook etc?
>>
> Could you please give me some idea?
> Best,
>
>>
*(নোট আমি এই মেইল লিখতে লিখতে কয়েকজন উত্তর দিয়ে ফেলেছেন। তারপরও আর কি করা
কষ্ট করে যখন লিখেছি দিয়ে দিচ্ছি।)*

অনুগ্রহ করে মেইলের আগে সাবজেক্টটা এডিট করে নিবেন। আপনি একটি বিষয়ের ইমেইলের
রিপ্লাইয়ে আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করলে সমস্যা হয়। আশা করি এরপর বিষয়টি একটু
লক্ষ্য করবেন।

এবার আপনার সমস্যার সমাধান।

আপনি এক্সপিতে অভ্র বা প্রভাত ব্যবহার করে ইউনিকোড সাপোর্ট করে এমন যেকোন
স্থানে বাংলা লিখতে পারেন।

আর উবুন্টুতে তো ডিফল্ট হিসেবে প্রভাত রয়েছেই। শুধু কীবোর্ড পরিবর্তন করে
বাংলায় লিখুন তাহলেই হবে।

আর যদি কিভাবে সবখানে বাংলা কীবোর্ড আনতে হয় তা জানতে চান তাহলে দুটি লিংক
দেখুন

http://www.ubuntu-bd.org/index.php?option=com_content&task=view&id=48&Itemid=32

http://forum.ekushey.com/./viewtopic.php?f=47&t=41
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080531/df026c7b/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list