[ Ubuntu-BD ] Welcome to #ubuntu-bd on freenode
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Wed May 28 10:55:22 BST 2008
বেশকিছুদিন ধরেই বাংলাদেশী উবুন্টু ব্যবহারকারীদের জন্য freenode irc-তে
#ubuntu-bd নামে একটি চ্যানেল রয়েছে। তবে সদস্যরা অনিয়মিত হওয়ায় ফ্রিনোড
চ্যানেলগুলো কেবল আমাদের ব্যক্তিগত আলোচনার জায়গায় পরিনত হয়েছিল।
এখন মানুষের মাঝে আগ্রহ দেখে আমরা পুনরায় freenode চ্যানেলগুলো চালু করছি। আমি
ও রাসেল ভাই অনলাইনে থাকলেই এখন ফ্রিনোড চ্যানেলে আসি। আপনারাও আমাদের সাথে
যোগদান করুন। আমরা যেমন একে অপরকে চিনবো জানবো সেই সাথে আমাদের সমস্যাগুলোর
সমাধান সাথে সাথে পাবো। বিশেষ করে অভিজ্ঞরা আমাদের মতো নবীশদের সমস্যাগুলো শুনে
সাথে সাথে সমাধান দিতে পারবেন যা আর কোন মাধ্যমের চেয়ে অনেক দ্রুত ও সহজ। এবং
সময়ও কিছুটা কম লাগে।
যারা freenode irc-তে চ্যাট বা আলোচনা করতে চান তারা Konversation, kVirc,
Xchat, pidgin, kopate প্রভৃতি irc ক্লায়েন্ট ব্যবহার করতে পারেন।
server = irc.freenode.net
port = 6667
channels = #ubuntu-bd
আর সাধারন লিনাক্স এবং লিনাক্সের যেকোন ডিস্ট্রো নিয়ে আলোচনার জন্য আসুন
server= irc.freenode.net
port= 6667
channels= #BLUA
অথবা
server= irc.freenode.net
port= 6667
channels= #bangladesh
সবাইকে ধন্যবাদ..
শাহরিয়ার তারিক
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080528/b6cc477e/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list