[ Ubuntu-BD ] Piracy bangladesh
Omi Azad
me at omiazad.net
Sat May 24 07:33:03 BST 2008
ইস্ যদি পাইরেটেড সফটওয়্যারের মতো চাল আটা তেল পাওয়া যেতো। লাইফা জোস্ লাগতো...
;)
Shahriar Tariq wrote:
> তারিন ভাই
> আমার ডেভেলপমেন্ট সম্পর্কে কোন ধারনা নেই তাই কিছু বলতে পারবোনা কিভাবে কি
> হয়। তারপরও দেশের তথ্যপ্রযুক্তির ব্যাপক বিকাশে পাইরেটেড সফটওয়্যার প্রভাব রাখছে
> আপনার যুক্তিটি মেনে নিতে পারছি না। আমার মত হচ্ছে পাইরেটেড সফটওয়্যারের এতো
> ব্যাপক প্রসার বলেই কিন্তু কিছু কিছু দিক দিয়ে নতুন সফটওয়্যারের বিকাশ রহিত হয়।
>
> কারন আপনার একটা কিছুর অভাব আছে সেই অভাবটি/চাহিদাটি আপনাকে প্রথমে চিহ্নিত
> করতে হবে। এরপর আপনি সেই চাহিদা পুরনের চেষ্টা করবেন। চাহিদা পূরনের জন্য যদি
> প্রথমেই আপনি অবৈধ জিনিস পান আপনি হয়তো কিছুক্ষন খোজাখুজি করে শেষপর্যন্ত ওই
> অবৈধ জিনিসই ব্যবহার করবেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার যা মনে হয়
> অধিকাংশ প্রজেক্টই শুরু হয় চাহিদা পূরনের লক্ষ্য নিয়ে। তাই আমাদের দেশে পাইরেটেড
> সফটওয়্যারের এতো ছড়াছড়ি না থাকলে আমাদের দেশীয় ডেভেলপাররা/ছাত্ররা অনেক
> সফটওয়্যার তৈরি করতেন এবং তাদের মেধার বিকাশের পাশাপাশি আমাদের দেশ
> তথ্যপ্রযুক্তি খাতে আরোও এগিয়ে যেতো।
>
> আমি একটা জিনিস বলি, ধরুন আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, যা কোন একটি
> চাহিদা পূরনে সক্ষম। কিন্তু মানুষ সহজে পরিচিত গন্ডি ছেড়ে যেতে চায় না বলে
> পাইরেটেড সফটওয়্যার ছেড়ে আপনার সফটওয়্যার ব্যবহার করবে না। আপনার সফটওয়্যার
> ব্যবহারের হার কম দেখে একসময় আপনার নতুন সফটওয়্যার তৈরি করার আগ্রহ একসময় কমে
> যাবে। তাই পাইরেটেড সফটওয়্যার তথ্যপ্রযুক্তির অগ্রসর করে না বরং তথ্যপ্রযুক্তিকে
> আরও পিছনে ফেলে দেয়।
>
> আর প্রোফেশনাল যে উদাহরন দিচ্ছেন সেসব কোম্পানি এমনিতেই অনেক খরচ করে, বৈধ
> কপি কিনতে তাদের কষ্ট হবার কথা নয়। আর ছাত্ররা/সাধারন ব্যবহারকারীরা যে কোন
> সময়ই বিকল্প সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমার সোজা কথা ভাত না পাইলে রুটি
> খাও, চাল না কিনতে পারলে আটা কিনো, (যদিও আটার দাম বাড়ছে :( )।
>
> অনেকেই বলবেন ফ্রিওয়্যার প্রোগ্রাম বানিজ্যিক প্রোগ্রামগুলোর সমপর্যায়ে সার্ভিস
> দিতে সক্ষম নয়, প্রফেশনালী এগুলো ব্যবহার করা সম্ভব নয়। ভাই কয়জন প্রফেশনাল
> কাজে ব্যবহার করবেন? ফটোশপ, ইলাস্ট্রেটরের যে উদাহরন দিচ্ছেন কয়জন এগুলোর সুষ্ঠ
> ব্যবহার করতে পারেন? যারা ফটোশপ ব্যবহার করা শিখেছেন তারা গিম্প বা গিম্পশপও
> ব্যবহার করতে পারেন প্রফেশনাল কাজের জন্য।
>
> অনেক ফ্রিওয়্যার প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার সম্ভব। আসলে দরকার
> সচেতনতা। অনেকে জানেনই না মাইক্রোসফট অফিসের যে বিকল্প আছে। বাংলা লেখার
> জন্য বিজয় ছাড়াও যে অভ্র, প্রভাত ইউনিজয়ের মতো অন্য কীবোর্ড লেআউট আছে তাও
> জানেন হাতে গোনা কয়েকজন। সচেতনতা বাড়লেই একসময় মানুষ পাইরেটেড জিনিস ছেড়ে
> বিকল্প সমাধান অবলম্বন করবেন। এবং আমাদের দেশ তথ্যপ্রযুক্তির খাতে আরও এগিয়ে যাবে।
>
> লিনাক্সের প্রসার হয়না কারন কিন্তু পাইরেসীই, সবাই হাত বাড়ালেই কষ্ট না করে
> উইন্ডোজ পাচ্ছে, পাচ্ছে মাইক্রোসফট অফিস, ফটোশপ, তাদের সকল চাহিদাই পূরন হচ্ছে।
> তাই তাদের চাহিদা পূরনের জন্য খোঁজ করতে হচ্ছেনা বিকল্প পন্থার। আপনি নিজেই বলুন
> কয়জন পাইরেসীর বিরুদ্ধে সোচ্চার হয়ে পর লিনাক্স ব্যবহার শুরু করে?? আসলে কিন্তু
> লিনাক্স ব্যবহার শুরু করে কৌতুহল মেটাবার জন্য। আমার সাথে যতজনের পরিচয় হয়েছে
> তারা সকলেই কৌতুহল মেটাবার জন্য এসেছেন, বিকল্প খুঁজতে বা পাইরেসী বন্ধের জন্য
> আসেননি।
>
> আমি নিজের কথা বলতে পারি আমি কিন্তু পাইরেসী বন্ধ বা টাকা পয়সা বাঁচাবার জন্য
> লিনাক্সে আসিনি। আমি এসেছি আমার কৌতুহল মেটাবার জন্য। এখন আমি বুক ফুলিয়ে
> বলতে পারি আমি কোন অবৈধ সফটওয়্যার ব্যবহার করিনা। এই পিসিতে উইন্ডোজ থাকলেও
> তা রয়ে গেছে শুধু আমার বোন ও বাবার জন্য। তাদেরকে এখনও আমি লিনাক্সে নিয়ে
> আসতে পারিনি :( (এখন আমি পরিপূর্নভাবে মুক্তসোর্স ও লিনাক্স আন্দোলনের সাথে জড়িত)
>
> *আমি যখন শুরু করেছিলাম তখন এতো বড় কিছু লিখতে চাইনি। কিন্তু তারপরে মনে করলাম
> যে ছোট করে লিখলে কেউ বুঝবেন না কি বলা হচ্ছে। কেনো পাইরেসী তথ্যপ্রযুক্তির
> অন্তরায় তা ব্যাখ্যা করার প্রয়োজন ছিলো কারন অনেকেই পাইরেসীকে তথ্যপ্রযুক্তি
> বিকাশের অন্যতম পন্থ্যা বলেন এটা যে আসলে ভুল তা আমি বুঝিয়ে বললাম।
>
> এবার আপনাদের কোন মন্তব্য থাকলে তা আমি সাগ্রহে শুনতে আগ্রহী
>
> (এই কথাগুলো আমি পরে আমার মুক্তসোর্স ও লিনাক্স সিস্টেম প্রচারের কাজে লাগাবো,
> তাই আশা করি সবাই কিছু বলবেন।)*
--
--
Omi
http://omi.net.bd
Bangla Computing Projects: http://ekushey.org
OSS News in Bangla: http://mukto.org
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080524/447e0eb7/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list