[ Ubuntu-BD ] Piracy bangladesh

DarkLord (:= animator at ranksitt.com
Fri May 23 23:59:51 BST 2008



Tarin Mahmood wrote:
> Its not like said and done. How much Windows Vista will cost in 
> Bangladesh? over 20K+, Where many have problems buying a PC with a 
> decent configuration, whose going to spend 20K+ for the OS?
> Yes, alternatively They can use Linux, but Linux was and is not that 
> popular (yet) in Bangladesh. Many even don't know what Linux is!! This 
> is a sad fact.


আমি এখান থেকে বলতে চাই, বাংলাদেশে লিনাক্স হয়তো উইন্ডোজের মত জনপ্রিয় নয় তবে
জনপ্রিয়তা খুব কমও নয়। আমি আপনার সাথে একমত যে অনেকই আছেন লিনাক্স কি জানেন
না। কেউ হয়তো কোথা থেকে শুনেছেন বা ম্যাগাজিন পড়ে জেনেছেন পরে কৌতুহল বশে আরো
জানার চেষ্টা করেছেন। বিডিলাগের মত গ্রুপ,উবুন্টু বিডির মেম্বার সংখ্যা দেখলেই বোঝা
যাবে লিনাক্স ধিরে ধিরে জনপ্রিয় হচ্ছে।

কোন দেশে বিশেষ করে আমাদের দেশে সরকার ওপেনসোর্স সফটওয়্যার বা লিনাক্স এর
জনপ্রিয়তা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিভাবে বলি--

ধরুন বাংলাদেশে সরকারী অফিস আদালতে যদি লেখালেখীর কাজে মাইক্রোসফট অফিসের
বদলে ওপেনঅফিস ব্যবহার শুরু করে তাহলে একদিকে যেমন সরকারের অর্থ সাশ্রয় হবে
অন্যদিকে , যারা চাকরি পেতে ইচ্ছুক তাদের কেও নিশ্চই ওপেন অফিস সম্পর্কে ধারনা
রাখতে হবে, এভাবে ওপেনঅফিস শেখার মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে সেই চাহিদা
অনুযায়ী  লার্নিং সেন্টার গুলোতে ওপেনঅফিসের উপর কোর্স শুরু হবে। অর্থাৎ লোকে একটা
কিছু তখনই শিখবে যখন তার সেটা শেখার প্রয়োজনবোধ দেখা দেবে। সেই প্রয়োজনবোধটা
সরকারই সৃষ্টি করতে পারে ওপেনসোর্স সফটওয়ার এডপ্টের মাধ্যমে। কিন্তু সরকারকে সেটা
বোঝানোর গুরু দ্বায়িত্ব পড়ে তাদের উপর যারা বাংলাদেশে লিনাক্স ওপেনসোর্স নিয়ে কাজ
করছেন। তাই আমার মতে লিনাক্স ও ওপেনসোর্স কে দেশে বৃহৎ ভাবে ছড়িয়ে দিতে দেশের
সরকার সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। যেমন আপনারা জানেন বিভিন্ন দেশের
গর্ভমেন্ট আজ উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্স ও ওপেনসোর্স সফটওয়্যারকে এডপ্ট করছে।

তবে এ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিনাক্স ওপেনসোর্স সফটওয়্যারের জন্য দেশে
ভালো সাপোর্ট সিস্টেম থাকতে হবে। যেমন তারা যদি সফটওয়্যার বা ওএস ব্যবহারে
সমস্যায় পড়ে তখন তাদের কে  কারা সমাধান দেবে।


আমি জানিনা আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি তা বোঝাতে পারলাম কিনা।

-- 
DARKLORD (:=

Ishtiaque Ahmed (Foisal)

My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord
pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx




> I know reality bites but If there were no Pirated softwares our IT 
> industry would not have grown this fast. Think of it, you'll 
> understand, This so called dishonest persons actually helped our IT 
> industry to grow.
> For example, Adobe Photoshop is a very costly application, tell me 
> about one designing firm that would be able to buy that application 
> 5-6 years ago... ? we have a very florish 3D animation industry, Could 
> they afford to spend $3000 - $5000 to buying Maya, or 3D Studio Max at 
> start?
> No, I do not support Piracy, I only use Windows XP in VM to use my 
> crap Lexmark Printer and for everything else I use Linux and Open 
> source alternatives. and I cannot ignore the fact that Pirated 
> software played a big role in our country's IT industry, maybe not 
> good in the long run, but it did give the required push




More information about the ubuntu-bd mailing list