[ Ubuntu-BD ] News published in Jaijaidin
DarkLord (:=
animator at ranksitt.com
Wed May 21 20:39:48 BST 2008
Shahriar Tariq wrote:
> ফয়সাল ভাই
> আমার শুভেচ্ছা নিবেন। চিন্তা করছি আপনাকে উবুন্টু বাংলাদেশের প্রাতিষ্ঠানিক
> সংবাদদাতা বানিয়ে দিবো নাকি ;D
মুক্তর রিপোর্টার হিসেবে আমি শুধু উবুন্টু বিডি কেন বাংলাদেশের ওপেনসোর্স মুভমেন্ট
পর্যবেক্ষনকারী ফ্রি সাংবাদিক :D
> আপনার লেখা খুবই ভালো লেগেছে। লেখাটি আমাদের উবুন্টু বাংলাদেশ সাইটে প্রকাশ
> করতে আগ্রহী। আপনার অনুমতি থাকলে জানাবেন।
আবার জিগায় অনুমতি লাগে নাকি । :)
>
> আপনাদের সাইট ঘুরে আপনাদের লাইসেন্সের ব্যাপারে কিছু পেলাম না। আপনাদের লেখা
> যদি ক্রিয়েটিভ কমনস্ এর নিচে প্রকাশিত হয় তাহলে আমাদের সাইটের নিয়মের সাথে
> মিলে যাবে। আমাদের দয়া করে জানাবেন।
ক্রিয়েটিভ কমনস যেহেতু বাংলাদেশে এখনো আসেনি ( শুনেছিলাম রাসেলভাই এটি নিয়ে
কাজ করছেন) তাই সেটি আমাদের সাইটে এখনো এপ্লাই করিনি।
আর আমাদের দেশে যদি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ভায়োলেশন হয় সে ব্যাপারে
ব্যাবস্থা নেয়ার ক্ষেত্রে বাংলাদেশী আইনে কোন উল্ল্যেখ আছে।
ধরুন মুক্ত সাইটের ক্ষেত্রে এমন ভায়োলেশন এর ঘটনা ঘটলো তাহলে কি বাংলাদেশের আইন
অনুসারে অভিযুক্ত ব্যাক্তির বা প্রতিষ্ঠানের উপর আইনি ব্যবস্থা নেয়া যাবে?
>
> আপনাকে আগাম ধন্যবাদ
> শাহরিয়ার
--
DARKLORD (:=
Ishtiaque Ahmed (Foisal)
My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord
pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx
More information about the ubuntu-bd
mailing list