[ Ubuntu-BD ] News published in Jaijaidin

রুবন roobon at gmail.com
Wed May 21 13:59:37 BST 2008


http://www.jaijaidin.com/details.php?nid=70758

অনেক গুলো পত্রিকায় প্রেস রিলিজ পাঠিয়েছিলাম। সবগুলোতে দেখা হয় নি তারা প্রকাশ
করেছে কি না। আমার পক্ষে সবগুলোতে চোখ রাখাও সম্ভব হয় নি। যায়যায়দিন ছাড়া
অন্যান্য পত্রিকায় প্রকাশ হবে এ নিশ্চয়তাও আমি দিতে পারি না। আজকে যায়যায়দিনে
প্রকাশ হয়েছে ছবিসহ। টেকনোলজি টুডেতে প্রকাশ হবে। বিপ্র দা তেমনটাই বলেছেন।
প্রথম আলোতে আসার কথা। দেখতে হবে। কম্পিউটর জগত, ইবিজ সবগুলোতেই দেয়া আছে দেখা
যাক আসে কি না।

ধন্যবাদ।

-- 
-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of Shujan.org
Team member and contributor of Biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: http://roobon.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080521/928a220d/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list