[ Ubuntu-BD ] Thanks to All
DarkLord (:=
animator at ranksitt.com
Tue May 20 17:29:52 BST 2008
উবুন্টু রিলিজ পার্টি সম্পর্কে বলতে চাই। পার্টিটাকে মোটামুটি সফলই বলা যায়। অনেকে
উবুন্টু লিনাক্স সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন, প্রশ্ন করেছেন, উবুন্টু সিডি সংগ্রহ করেছেন.....
তবে একটা বিষয় সম্পর্কে বলতে চাই- যেহেতু এটি উবুন্টু হার্ডি হ্যারনের রিলিজ পার্টি
ছিল তাই উবুন্টু সম্পর্কে জানানোর পাশাপাশি উবুন্টুর পূর্ববর্তী সংস্করন হতে হার্ডি
হ্যারনে কিকি নতুন বিষয়, সফটওয়্যার... অন্তর্ভূক্ত করা হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা
করলে হয়তো ভালো হত। ভবিষ্যতে যাতে এ বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়।
আর উবুন্টুর পরবর্তী পার্টিতে যেন "হার্ডডিস্ক পার্টিশনিং" এবং "উবুন্টু ইনস্টলেশন"
প্রয়োরিটি লিস্টে সবার প্রথমে থাকে।
শুভকামনা রইলো
ডার্কলর্ড
More information about the ubuntu-bd
mailing list