[ Ubuntu-BD ] 3gp converter
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Mon May 19 10:15:34 BST 2008
On Mon, May 19, 2008 at 2:35 PM, DarkLord (:= <animator at ranksitt.com> wrote:
> expert's der ke terminal solutions dien, kintu onnoder ke jei sollution
> ta Gui te kora somvob seta gui te diben, ichha thakle sathe terminal
> solutions o dite paren. tobe ami gui solution daber jonno encourage korbo
> -
> DARKLORD (:=
>
> Ishtiaque Ahmed (Foisal)
>
আমি দুঃখিত প্রথমেই টপিকের বাইরে একটু বলার জন্য। আপনারা ইংরেজী দিয়ে বাংলা
(বাংলিশ) লিখবেন না দয়া করে। হয় ইংরেজী অথবা বাংলা লিখুন। বাংলিশ লেখা দেখতে
যেমন খারাপ লাগে পড়তেও বিরক্ত লাগে। তার উপর যিনি লিখছেন তার উপরও একটি
নেতিবাচক ধারনা হয়। ডার্কলর্ড আপনি তো বাংলায়ও আগে ইমেইল লিখেছেন তাই আশা করি
আপনি ভবিষ্যতেও বাংলায় লিখবেন।
বানান ভুল, ব্যাকরণে ভুল সবারই হয়, আমারও অনেক ভুল হয়। কিন্তু লিখতে লিখতেই
বাংলা বা ইংরেজী বানান শুদ্ধ হবে।
এবারের টপিকের কথায় আসি।
আমি লিক্স গুরুদের বিষয়ে একটি জিনিস দেখেছি তারা সব কাজের সমাধানই কমান্ড লাইনে
দেন। যে কাজ আপনার গ্রাফিক্যাল ইনটার্ফেসে দিতে পারেন সেটা ওনারা দেন শেলে তার
উপর যে কাজ চারপাঁচটি টিক চিহ্নর মাধ্যমে আমি করতে পারি সেটি আমাকে করতে বলেন
একটি ফাইল এডিট করে যেখানে ভুল হলে আমার সিস্টেম আপডেট/আপগ্রেড আর হবে না।
আমিও প্রথম একমাস কমান্ড লাইনে কাজ করেছি, গ্রাফিক্যালি যে সেই কাজগুলো করা যায়
তার অনেকখানি না জেনেই। অধিকাংশ কমান্ড লাইনিই আমি ভুলে যেতাম আবার ইন্টারনেট
ঘেটে বের করতাম। আশ্চর্যজনক হলেও সত্যি ইন্টারনেটের সবখানেই আমি কমান্ড লাইনেই
সমাধান পেয়েছি, গ্রাফিক্যাল সমাধান কেউই দেয়নি। এভাবে তো আগ্রহী মানুষদেরকে
একেবারের জন্য লিনাক্সব্যবহারকারীতে রূপান্তর সম্ভব নয়। এটা আমাদের লিনাক্স
গুরুদের বুঝতে হবে। আমি এখনও অনেক কাজে কমান্ড লাইন ব্যবহার করি। কারন কমান্ড
লাইনে চার/পাঁচটি ক্লিকের কাজ একটি কমান্ড লাইনে করা সম্ভব।
কিন্তু *মানুষকে আগ্রহী করে তোলার জন্য কমান্ড লাইন সমাধানের পাশাপাশি
গ্রাফিক্যাল সমাধানও দিতে হবে।*
-
শাহরিয়ার
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080519/2aaa1326/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list