[ Ubuntu-BD ] Thanks to All
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Sun May 18 06:56:35 BST 2008
ধন্যবাদ রুবন ভাই আপনার রিভিউ এর জন্য আপনি যেসকল সমস্যার কথা বলেছেন সেগুলো
আসলে আমাদেরও চোখে পরেছে। কিন্তু স্বল্প পরিসরে আয়োজন করতে গিয়ে আসলে আমাদের
অনুষ্ঠানে কয়জন আসবেন, কি আসলে হচ্ছে এসব কিছু নিশ্চিত করা শেষ মূহুর্তেও সম্ভব
হচ্চিলোনা। তাই কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করা সম্ভব
হয়নি। আপনিও যেহেতু ছিলেন পরিকল্পনার ক্ষেত্রে তাই আপনি তো জানেনই কি কি আমাদের
পরিকল্পনা আশা ছিলো, কিন্তু অভিজ্ঞ ও কর্মঠ লোকবলের অভাবে পরিকল্পনা ও বাস্তব
অনুষ্ঠানের মাঝে কিছু ব্যাবধান রয়ে গেছে।
তারপরও বিশেষ ধন্যবাদ আপনাকে রুবন ভাই ভালো দিকগুলো তুলে ধরার পাশাপাশি আমাদের
সমস্যাগুলো তুলে ধরার জন্য। আমরা আশাবাদী, না কেবল আশাবাদীই নই আমরা নিশ্চিত
আমাদের ভবিষ্যত অনুষ্ঠানে এই সমস্যাগুলো আর থাকবে না।
আর উবুন্টু বাংলাদেশ আপনার কাছে কৃতজ্ঞ অতি স্বল্প সময়ের নোটিশে আপনার অফিসের
হলরুম ও অন্যান্য সুযোগসুবিধাগুলোর ব্যবস্থা করার জন্য।
সবুজ ভাই আপনি তো এসেছেন বলে ভালো লেগেছে। দীর্ঘ সময় ধরে থাকতে না পারলেও কোন
সমস্যা নেই, আপনার উপস্থিতিই আমাদের জন্য অনুপ্রেরণার জন্য একটি অংশ। আপনার
সাথে অনুষ্ঠানে পরিচিত হয়ে ভালো লেগেছে। কালকের অনুষ্ঠানে আপনি নাহয় দীর্ঘ
সময়ব্যাপী নাই বা থাকতে পারলেন আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনার সক্রিয়
অংশগ্রহনের প্রত্যাশা রয়েছে।
ধন্যবাদ আবারও
শাহরিয়ার
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080518/91fd45a5/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list