[ Ubuntu-BD ] Thanks to All
রুবন
roobon at gmail.com
Sat May 17 19:02:32 BST 2008
তারিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে পার্টিতে উপস্থিত হওয়ার জন্য।
আপনাদের উপস্থিতি অনুষ্ঠানটি সার্থক করে তুলেছে।
প্রথমত, আমার ভালো লেগেছে আপনারা আমাদের অফিসে এসেছেন। আইটি জগতের স্বনামধন্য
ব্যক্তিদের পদচারণায় হাঙ্গার প্রজেক্ট অফিসটি মূখর ছিলো। এই দিনটি আমার জীবনের
সেরা একটি দিন হিসেবে বিবেচিত হবে।
দ্বিতীয়ত, সেখানে আমার সত্যিই লজ্জা লেগেছে প্রথম সারিতে বসতে। হাসিন ভাইকে
জায়গা করে দেওয়া উচিত ছিলো। অমি ভাইয়ের পাশে বসে থাকতে ভালো লাগছিলো তাই বেশি
রা করিনি। তবে হাসিন ভাই যে হাসিন ভাই তা তিনি বুঝিয়ে দিয়েছেন। আমার মনে
হয়েছিলো হাসিন ভাইকে সামনে বসিয়ে রেখে সারাদিন তার কথা শুনি। সারা বছরের জ্ঞান
একদিনেই নেয়া সম্ভব (সামনে কোনদিন সুযোগ হলে ছাড়বো না)। অনেক প্রশ্ন মনে আসলেও
করিনি অন্যদের সুযোগ করে দেবার জন্য।
তৃতীয়ত, রাসেল ভাইদের উবুন্টু প্রীতি আমাকে আবার উবুন্টুর দিকে ধাবিত করছে।
সারারাত জাগার পরেও তিনি আমাদের মাঝে পুরোটা ছিলেন, অনুষ্ঠান স্বার্থক করার
জন্য যে চেষ্টা তিনি করেছেন তা লক্ষ্যনীয়।
চতুর্থত, আগত ব্যক্তিরা এসেছিলেন বিভিন্ন সেক্টর থেকে। নানা বয়সী লোকের সমাবেশ
ছিলো। নারী প্রতিনিধিত্বকারী ছিলো। চাকুরীজীবি এবং ছাত্র ছিলো। তাদের আগ্রহই
বলে দেয় তারা আরো কিছু পেতে চান। তাদের অদম্য আগ্রহ আমাকে উবুন্টু শিখতে তাগাদা
দিচ্ছে। বিশেষ করে মুরুব্বীর কথা না বললেই নয়। আমি ভাবতাম আমার বয়স হয়েছে আর
কত শিখবো। কিন্তু তার শেখার আগ্রহ আমাকে অবাক করেছে। নতুন করে আরো অনেক কিছু
শেখার বাসনা জাগছে। মনে হচ্ছে যেন নতুন করে আমার জন্ম হলো।
পঞ্চমত, হাঙ্গার প্রজেক্টের বেশকিছু কর্মীভাই সেখানে উপস্থিত ছিলেন। আমাদের
উৎসাহ দেবার জন্য এবং উবুন্টুকে জানার জন্য।
ষষ্টত, অমি ভাই এর উপস্থাপনা ছিলো প্রাঞ্জল। রাসেল ভাই, অমি ভাই, হাসিন ভাই
সকলে উবুন্টু হার্ডি হ্যারনসহ উবুন্টু এর বেশকিছু দিক তুলে ধরেছেন।
অংশগ্রহণকারীদের প্রশ্ন এবং উত্তরপর্ব আমি উপভোগ করেছি।
সপ্তমত, শত ঝামেলা সত্বেও চা চক্রের আয়োজন করা গেছে
এবার অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি কিছু তুলে ধরার চেষ্টা করবো যেগুলো থেকে আমরা
শিক্ষা নিতে পারবো।
1. অনুষ্ঠানস্থলে ব্যানার ছিলো না। হয়তোবা ২টি ব্যানার বানাতে হতো
2. সবাইকে ৩:৩০ বলা হলেও আমাদের মাঝে ঠিক ছিলো ৪টায় শুরু করবো, কিন্তু তা
করা যায়নি।
3. অনুষ্ঠানটির পরিকল্পনায় ঘাটতি ছিলো
4. উবুন্টু হার্ডি হ্যারন এর বৈশিষ্ট্যগুলো আলাদা করে তোলা যায়নি
5. রাসেল ভাইয়ের উপস্থিতি আরো দরকার ছিলো (তিনি গতরাতে ঘুমালে অনুষ্ঠানটি
আরো ভালো হতো)
6. নতুন কিছু ব্যক্তি ছিলো যারা উবুন্টু কি জানে না তাদের কাছে আমাদের
বার্তা পৌঁছাতে পারিনি বলেই মনে হয়।
7. নারী প্রতিনিধি বাড়ানো প্রয়োজন
8. চা এর সাথে টা হলে মনে হয় ভালো হতো
সবশেষে, কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া ফুলের হলুদ এবং লাল বর্ণিল ভালো লাগা নিয়ে
বাসায় ফিরেছি। মনে হয়েছে ভালো একটা কিছু করেছি। ভালো কিছুর সঙ্গে থেকেছি। না
হয়েছে খাওয়া-দাওয়া না হয়েছে গোছালো অনুষ্ঠান, অনেক প্রতিক্ষীত অনুষ্ঠানটি হয়েছে
তো। এটিই তো প্রথম। তাই ভুল-ত্রুটি থাকবেই। পরবর্তীতে আমরা যদি সবাই দায়িত্ব
নেই তবে আরো সুন্দর অনুষ্ঠান করা যেতে পারে। যার মাধ্যমে উবুন্টুকে আরো ছড়িয়ে
দেয়া যাবে। এরকম অনুষ্ঠান আমি বারবার আয়োজনে আগ্রহী। আশা করি আমাকে সঙ্গী করতে
ভুলবেন না।
- রুবন
2008/5/17 Shahriar Tariq <shahriar at linux.org.bd>:
> আজকে হয়ে গেলো উবুন্টু বাংলাদেশ ও বিএলইউএ আয়োজিত উবুন্টু হার্ডি হ্যারন রিলিজ
> পার্টি।
>
> সকলের স্বতস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে আড়াই ঘন্টা ব্যাপি এই
> অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি উবুন্টু বাংলাদেশের পক্ষ থেকে
> সকলকে অশেষ ধন্যবাদ জানাই।
>
> আমাদের সর্বপরিচিত অমি ভাই, রুবন ভাই, রাসেল ভাই, হাসিন ভাইয়ের প্রতি বিশেষ
> কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে তাদের চিন্তাভাবনা বক্তব্য তুলে ধরার জন্য। [কেউ যদি
> তাদের নাম এখানে না দেখেন তাহলে কিন্তু মন খারাপ করবেন না দয়া করে। এই ভুলটি
> আসলে আমার, কারন আমার স্মৃতিশক্তি খারাপ বলে অনেকেরই নাম আমি ভুলে যাই :( ]।
>
> আরও আশার বিষয় হচ্ছে উপস্থিত অনেকেই উবুন্টু ও লিনাক্স নিয়ে কাজ করার ব্যাপারে
> আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই
> এজন্য। খুব শীঘ্রই আমরা আরও একটি সাধারন অনুষ্ঠান করতে যাচ্ছি যেখানে
> বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিভাবে লিনাক্স ও উবুন্টুকে সকলের সামনে প্রচার করা
> সম্ভব হবে।
>
> অনুষ্ঠানটি কেমন হয়েছে, এসম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিলে খুবই ভালো হয়।
>
> কেবল যে ভালো লাগা জানাবেন আর খারাপ লাগা জানাবেন না, এরকম হলে চলবে না। কারন
> কোনকিছুই একেবারে নির্ভূল নয়, আমাদের দ্বারাও কিছু ভুলভ্রান্তি হতে পারে। তাই
> আমি সকলকে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান সম্পর্কে তাদের উপদেশ/পরামর্শ দিতে। তাহলে
> ভবিষ্যত অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের ভুলভ্রান্তি শুধরে নিতে পারব। এবং সেই
> অনুষ্ঠানগুলো আরও সার্থক হবে।
>
> শাহরিয়ার
> কন্টেন্টস এন্ড মার্কেটিং অফিসার
> উবুন্টু বাংলাদেশ
>
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
--
-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of Shujan.org
Team member and contributor of Biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: http://roobon.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080518/b05250d3/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list