[ Ubuntu-BD ] ফেডোরা এবং উবুন্টু সম্পর্কে

Susanta Barman isusanta at gmail.com
Sun May 11 03:23:17 BST 2008


শুভ সকাল,
সকলে ভাল আছেন তো? ফেডোরা এবং উবুন্টু নিয়ে সরস আলোচনা পড়লাম। আমার মন্তব্য হল
আমরা আসলে ওপেন সোর্স ওএস এর পক্ষে। আমি ব্যক্তিগতভাবে কোনটাকেই এখনও নিজের
কাজের উপযোগী করে নিতে পারিনি। অথচ আমিও কি কম চেষ্টা করেছি? অবশ্য আমি
প্রোগ্রামিং জানিনা।
আমি যে ডিসট্রোগুলো নিয়ে চেষ্টা করেছি তার কয়েকটির নাম হল-
red hat, much boot, pcbxd, voicebuntu, slax, k linux, 7 linux,  suse,
puppy,  4 bak, feather, luit, mandriva, ubuntu, kubuntu, edubuntu, dream
ইত্যাদি ইত্যাদি। http://www.distromania.com/ এই ঠিকানায় গিয়ে যে কয়রকম
পেরেছি, ইনফো পড়ে ভাল লেগেছে সবগুলোই ডাউনলোড করে ইনস্টল করেছি। এক একটার
বৈশিষ্ট্য এক এক রকম। এই বৈশিষ্ট্যের বৈচিত্র্যের কারণে আমার কাছে লিনাক্স ভাল
লাগে। শুধুমাত্র এই কারণেই আমি সবাইকে লিনাক্স ব্যবহার করতে উৎসাহিত করি। আমি
বাংলার শিক্ষক হলেও ক্লাশে লিনাক্স নিয়ে ছাত্রদের মধ্যে আগ্রহ বাড়ানোর চেষ্টা
করি। কিন্তু আমি নিজেই লিনাক্স ব্যবহার করতে পারছি না।
বাংলা ইউনিজয় নেই, এবং এজ মডেম ইনস্টল করতে পারিনি।
কুড়িগ্রামের আমার কয়েকজন কলিগকে লিনাক্স এর প্রয়োজনীয়তা বোঝাতে পেরেছি। তারাও
পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করতে নীতিগতভাবে সম্মত নয়। কিন্তু তাদেরকে আমি বাংলার
কোন সমাধান দিতে পারিনি।
ছাত্ররা লিনাক্স এনভায়রনমেন্টে তাদের মোবাইলে কিভাবে রিং টোন বা গান ডাউনলোড
করবে তা বলতে পারিনি।
আমাকে বাধ্য হয়ে উইন্ডোজ ব্যবহার করতে হয়। কিন্তু আমি যে ডিসট্রোতে আমার
সুবিধাগুলো পাব আমি সেই লিনাক্স ব্যবহার করতে মুহূর্তমাত্র দেরি করব না। সেটা
উবুন্টু হোক আর ফেডোরা যাই হোক না কেন।
মনে রাখতে হবে, আমরা বাঙালিরা কেউ কোন লিনাক্স  মডারেট বা তৈরি করিনি (ভাষাটা
কি ঠিক হল? শ্রাবন্তীর কথা বলছিনা, এটাও আমার চাহিদা পূরণ করতে সক্ষম হয়নি)।
তাই কোন একটির পক্ষপাত এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব নয়।
আমি প্রিয় অমি ও প্রিয় এ্যানজেল দুজনকেই বলছি। বিতর্ক না করে আমার সমস্যার
সমাধান দিন। দেখি না কে আমার সমস্যাগুলোর সমাধান করতে পারে। কে আমাকে পক্ষে
টানতে পারে?
আমার সমস্যা মাত্র দুটো- ১, বাংলা ইউনিজয়, ২ এজ মডেম ইনস্টল

ধন্যবাদ সকলকে

On Sun, May 11, 2008 at 4:07 AM, Omi Azad <me at omiazad.net> wrote:

>  Hello There,
> I'm taking this conversation at the end but I must say some words. So sorry
> for not keeping Russell Bhai's request for the time being.
>
> We like oils and don't like to be straight. You did not ask for any help
> here and I neither pulled your leg nor discouraged you. May be I pulled your
> leg on some other place and that is why you are hiding your name.
>
> I appreciate your initiative but alas you took a wrong side this time :) .
> I wanted to use Linux and the first version was Red Hat 4, which I got free
> with some Indian IT mag. That time my brother (was a CSE student) and his
> friends tried to use it and after 9 days of trying they successfully brought
> the Kernel Desktop Environment on.
>
> It's still that painful. Let me give you a small example and then you might
> understand why we should forget about all the other Linux distribution and
> start using Ubuntu. Here in Ubuntu I wrote "apt-get install skype" from my
> Gnome's shell and it installed Skype and all it's KDE dependencies (as
> Skype is a QT application). Now when I tried to install Skype through YUM,
> it says this not found that not found (for example libqt3c102-mt not found, libqt3c102
> not found) so why should I keep trying and trying and trying?
>
> Can you change the system? No you are not. I did not attack you, I just
> wanted to tell you Red Hat's ultimate goal is to make money, so they will
> not change anything, our options are not closed yet. We have BOSS
> distributions like Debian and Ubuntu, so why bother to keep trying Fedora.
> :)
>
> Hope you get the message. If you want to stick with Fedora, you are
> absolutely welcome. None of us here have any problem. What I mentioned above
> is only my personal opinion and not a part of any survey. But I feel that is
> the major reason people don't like to use that OS as a primary daily life
> computing OS.
>
> One more thing, we really feel disturbed when we spend huge time on finding
> solution and make the solution to public. Make that as simple as my kid can
> understand. But people don't go through the solution and ask nonsense
> questions. I honestly feel disturbed then.
>
> Thanks for the understanding
> Omi
>
>
>
> Angel wrote:
>
> অমি ভাই আমার শ্রদ্ধা নিবেন। আপনার নাম আমি অনেক শুনেছি। অনলাইনে কম্পিউটারে
> বাংলা নিয়ে আপনার যা কাজ তার তুলনায় আমি একজন প্রেতাত্মাই মনে হবো।
>
> তবে আপনি নিশ্চিত থাকুন আমি কোন প্রেতাত্মা নই, আমি ফেডোরা ভালোবাসি তাই
> ফেডোরা নিয়ে কিছু কাজ করতে চাই। ঠিক যেমন আপনি বাংলা নিয়ে কাজ করতে
> ভালোবাসেন।
>
> না আমি ফেডোরা নিয়ে কাজ করি কোন টাকা পাবার আশায় নয়। আমি যদি সাহায্য করি
> কাউকে তাহলে তা হবে কাউকে সাহায্য করার আনন্দ পাবার জন্য। আপনারা বললেন সমস্যার
> সম্মুক্ষীন হয়েছেন। তাই জানার আগ্রহ হলো কি সমস্যার সম্মুক্ষীন হয়েছেন, আমি
> কোন সাহায্যে আসতে পারি কিনা।
>
> আশা করি আমার অবস্থান পরিস্কার হয়েছে।
>
> আর অমি ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না আশা করি। আপনারা অভিজ্ঞ লোক,
> নতুনরা কেউ কখনও কিছু সাহায্য করতে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি সবসময় এমন
> থাকে?? তাহলে তো আমাদের দেশে নতুনরা কাজ করতে আগ্রহী হবে না, দেশ আরও কয়েকযুগ
> অন্য দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকবে। আমি হয়তো কিছু মনে করিনি, কিন্তু আশা করি
> ভবিষ্যতে এভাবে কাউকে কিছু বলার আগে ভেবে নিবেন তার খারাপ লাগতে পারে কিনা।
>
>
>
> On Sun, May 11, 2008 at 12:50 AM, Omi Azad <me at omiazad.net> wrote:
>
>> Why I need your support Sir, I don't even know your name. We don't like to
>> talk with a ghost.
>>
>> Any ways, the way we get Ubuntu support, we don't get about Fedora and
>> finally we have to go for paid support.
>>
>> Omi
>>
>> Angel wrote:
>>
>> Tell me details here your "bitter experience". May be I can help you out.
>> And I have your answer. If I failed, then whole Fedora community is there.
>>
>> On Sat, May 10, 2008 at 11:32 PM, Hasin Hayder <countdraculla at gmail.com>
>> wrote:
>>
>>>
>>> I am not stereotyping Fedora, but seriously I dont see there is any
>>> necessity of this distro anymore :)
>>>
>>> Debian and Mandriva (former mandrake) are much more matured than this
>>> one, even you can conside Suse too - I just cant explain how many sleepless
>>> nights I have spent and how many times my attempts failed to migrate to
>>> Linux just for Fedora. No one ever guided me that there was a distro called
>>> Debian when I was really fucked up by dependency panic of YUM and I failed
>>> to use fedora as a replacement of Windows.
>>>
>>> I am repeating again and I am not totally against Fedora, but I find it's
>>> useless
>>>
>>> No hard feelings, I am just sharing my bitter experience, hope you've
>>> understood what I mean
>>>
>>> -Hasin Hayder
>>>
>>> 2008/5/10 Angel <angel.fedora at gmail.com>:
>>>
>>>>  Hello all,
>>>> This is an invitation from Fedora Bangladesh group. There has a mailing
>>>> list for Fedora Bangladesh user, contributor and fan. Yes, I know here all
>>>> are Ubuntu user. But main fact is, we all are Linux user. So please,
>>>> subscribe to Fedora-bangladesh-list<https://www.redhat.com/mailman/listinfo/fedora-bangladesh-list>.
>>>> Here is the address,
>>>> https://www.redhat.com/mailman/listinfo/fedora-bangladesh-list. Thank
>>>> you all.
>>>>
>>>>
>>>> সবাইকে স্বাগতম,
>>>> এটি ফেডোরা বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে উন্মুক্ত-আহ্বান। বাংলাদেশী ফেডোরা
>>>> ব্যবহারকারী, স্বেচ্ছাসেবক ও অনুরাগীদের জন্য আমাদের একটি সুনির্দিষ্ট মেইলিং
>>>> লিস্ট রয়েছে। হতে পারে বেশিরভাগ লিনাক্স অনুরাগীই আমাদের মাঝে উবুন্টু ব্যবহার
>>>> করেন, কিন্তু সবাই উবুন্টু ব্যবহার করেন না। উবুন্টুর পাশাপাশিও তারা ফেডোরার
>>>> মতো অন্যান্য লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করেন। তাই আমাদের আসল উদ্দেশ্য কিন্তু
>>>> কোন নির্দিষ্ট ডিস্ট্রোর অনুরাগী আকৃষ্ট করা নয় বরং সকল লিনাক্স ব্যবহারকারীদের
>>>> আগ্রহী করে তোলা।
>>>> তাই আসুন আমরা সবাই অংশগ্রহন করি Fedora-bangladesh-list<https://www.redhat.com/mailman/listinfo/fedora-bangladesh-list>টিতে। অংশগ্রহন করতে যান
>>>> https://www.redhat.com/mailman/listinfo/fedora-bangladesh-list
>>>>
>>>> সবাইকে শুভেচ্ছা রইলো আশা করি আপনাদের ফেডোরা মেইলিং লিস্টে দেখতে পাবো।
>>>>
>>>> --
>>>> Angel
>>>> GPG key: 0xC4639705
>>>> http://fedoraproject.org/wiki/AshiqurRahman
>>>>
>>>>  --
>>>> ubuntu-bd mailing list
>>>> ubuntu-bd at lists.ubuntu.com
>>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>>
>>>>
>>>
>>>
>>> --
>>> Regards
>>> Hasin Hayder
>>> Trippert Inc. [http://www.trippert.com]
>>> Gophernow. [http://www.gophernow.com]
>>> Homepage: http://hasin.wordpress.com
>>> --
>>> ubuntu-bd mailing list
>>> ubuntu-bd at lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>
>>>
>>
>>
>> --
>> Angel
>> GPG key: 0xC4639705
>> http://fedoraproject.org/wiki/AshiqurRahman
>>
>>
>>   --
>>
>> --
>> Omihttp://omi.net.bd
>>
>> Bangla Computing Projects: http://ekushey.org
>> OSS News in Bangla: http://mukto.org
>>
>>
>> --
>> ubuntu-bd mailing list
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>
>
>
> --
> Angel
> GPG key: 0xC4639705
> http://fedoraproject.org/wiki/AshiqurRahman
>
>
> --
>
> --
> Omihttp://omi.net.bd
>
> Bangla Computing Projects: http://ekushey.org
> OSS News in Bangla: http://mukto.org
>
>
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
_______
Susanta Barman.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080511/28e1f321/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list