[ Ubuntu-BD ] Notice about hardy release party

DarkLord (:= darklord2007 at gmail.com
Sat May 10 08:34:45 BST 2008


DarkLord (:= wrote:
> অনেকজন আসবে যখন আরবিএল(রয়েল বেংগল লিনাক্স) নিয়ে আলোচনা ফেদে বসবেন।
>
> আর আমার জন্য ড্রিমলিনাক্স লেটেস্টের ব্যবস্থা করবেন, জিপার্টেড লাইভ সিডি 
> লেটেস্ট টা আর উবুন্টু রিপোজিটরির জন্য কয়টা ডিভিডি জানি? ৪টা না ৬টা?
> সব একবারে কইরা নিবোনে।
>
> সুখবর হল আমি আমার ফেমিলিতে আমি বাদে আরো একজন লিনাক্স ইউজার বাড়াতে সক্ষম 
> হয়েছি। আমার কাজিন আমার উবুন্টু দেখেছে, আমি তাকে বুঝিয়ে বললাম
> লিনাক্স ব্যবহারের সুবিধা কি । লিনাক্সে ভাইরাস ঢুকেনা। সে খুব ভাইরাস সমস্যায় 
> ঢুকেছে। তার আইপডেও ভাইরাস ঢুকে গেছে অন্যান্য পেনড্রাইভেও।
>
> ভাবছি তাকে ড্রিম লিনাক্স ইনস্টল করে দেব। আচ্ছা ড্রিমে বাইডিফল্ট 
> মাল্টিমিডিয়া,ভিডিও,এমপি৩ চালানোর সুবিধা আছেনা? নাকি আলাদা ইনস্টল করতে হবে।
>
> সে হয়তো সামনে জিপি নেট নিবে, তখন তাকে লিনাক্সে ইন্টারনেট সেটআপ করে দিতে 
> হবে , তখন আমাকে সাহায্য করতে হবে। ড্রিমটা ঢুকিয়ে আগে আমার পিসিতে ট্রাই দিবো
>
> আচ্ছা ড্রিম মোটামুটি পেন্টিয়াম ৪ পিসিতে চলবেতো? রিকমন্ডেড বা মিনিমান 
> কনফিগারেশন রিকোয়ারমেন্ট কি?
>
>
>
> Russell John wrote:
>> সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে... আাশা করছি সবাই মিলে সুন্দর একটা অনুষ্ঠান
>> উপহার দিতে পারব। :)
>>
>> রুবন ভাই ও হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে আাবারও অশেষ ধন্যবাদ
>> আমাদের পাশে থাকার জন্য।
>>
>> কারও কোন মতামত থাকলে দয়া করে জানাবেন।
>>
>>
>> 2008/5/6 Shahriar Tariq <shahriar at linux.org.bd>:
>>
>>  
>>>  ব্যানার তৈরি
>>>  বিভিন্ন ফোরামে ম্যাসেজ পৌছানো
>>>  মাল্টিমিডিয়া প্রজেক্টর সংগ্রহ হয়েছে।
>>>  রেজিষ্ট্রশন প্রক্রিয়া (ইমেইলে / ওয়েববেজড ফরম) করা হচ্ছে দায়িত্বে রাসেল ভাই
>>>   প্রেজেন্টেশনগুলি তৈরি রাখা করা হচ্ছে। যুগ্ম দায়িত্বে রাসেল, শাহরিয়ার ও
>>> অন্যন্যরা
>>>  বক্তাদের তৈরি রাখা  করা হচ্ছে। দায়িত্বে রাসেল ভাই
>>>   মূল উপস্থাপক ঠিক করা করা হচ্ছে দায়িত্বে রাসেল ভাই
>>>
>>>  নাস্তা কি হবে ঠিক করা
>>>  ভেনু ঠিক করা - হয়েছে - দায়িত্বে রুবন
>>>
>>>   প্রেস রিলিজ তৈরি করা (ডামি) করা হচ্ছে, দায়িত্বে আলোকিত, শাহরিয়ার, আশফাক
>>>
>>>  ছবি তোলা  - দায়িত্বে রুবন
>>>  ভিডিও হবে কি না? সিদ্ধান্ত নেয়া হয়নি।
>>>
>>>
>>>  উপরের কাজগুলো কয়েকজন ভলান্টিয়ারের মধ্যে ভাগ করে দেয়া।
>>>   কোন কিছু বাদ পড়লে যোগ করতে পারেন।
>>>
>>>  - রুবন
>>>
>>>
>>>
>>>     
>


-- 
DARKLORD (:=
 
Ishtiaque Ahmed (Foisal)

My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord
pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx




More information about the ubuntu-bd mailing list