[ Ubuntu-BD ] হার্ডি হ্যারন রিলিজ পার্টি সম্পর্কে কিছু কথা চিন্তা ভাবনা

রুবন roobon at gmail.com
Sat May 3 05:25:14 BST 2008


শাহরিয়ার ভাই,
আমি যায়যায়দিন এর দায়িত্ব নিতে পারি। সেখানে আমি নিয়মিত লিখি।

- রুবন

On Sat, May 3, 2008 at 12:40 AM, Shahriar Tariq <shahriar at linux.org.bd>
wrote:

> @সুশান্ত ভাই
> রিলিজ পার্টি যে কেবল একটিই হবে এমন কোন ধরা বাধা নিয়ম নাই। আপনাদের যদি
> নিজেদের শহরে আগ্রহী ব্যক্তি থাকেন তাহলে সবাই মিলে একদিন জড়ো হয়ে রিলিজ পার্টি
> করলেন। তাহলেই হলো।
>
> আর মিডিয়ার ব্যাপারে আমরা এই অনুষ্ঠানে কেবল প্রেস রিলিজ পাঠাবো। দুএকটি ছবিও
> পাঠাতে পারি। যদি তাদের পছন্দ হয় তো তারা ছাপবে। ডেইলি স্টারের সম্পাদকের সাথে
> আমার ব্যক্তিগত পরিচয় আছে। আর কেউ যদি অন্য পত্রিকায় লিংকেজ দিতে পারেন তো ভালো
> হয় খুব।
>
> @রুবন ভাই মন খারাপ করার কিছু নাই। যেহেতু অনেকদিন ইনএক্টিভ থাকার পর প্রথম
> অনুষ্ঠান হচ্ছে আমরা এখনও জানি না ফলাফল কি হবে। আমরা তেমন রিস্ক নিতে চাচ্ছিনা
> এবার। এই অনুষ্ঠানের ফলাফল দেখেই আমরা পরবর্তীতে কি করা হবে তার সিদ্ধান্ত
> নিবো।
>
> আর কেবল যে রিলিজ পার্টিই হবে তা নয়। এছাড়াও এমাসে আমাদের আরও কিছু কাজ আছে।
> তবে সেব্যাপারে সবকিছু ঠিক হলে পরই আমরা সবাইকে নোটিশ দিবো তার আগে কিছু বলতে
> পারছিনা দু:খিত।
>
>
>
>
>
> --
> Thanking you
> Shahriar
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of Shujan.org
Team member and contributor of Biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: http://roobon.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080503/46edf021/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list