[ Ubuntu-BD ] হার্ডি হ্যারন রিলিজ পার্টি সম্পর্কে কিছু কথা চিন্তা ভাবনা
Omi
me at omiazad.net
Fri May 2 04:19:41 BST 2008
সুশান্ত
আপনার কাছে প্রিন্ট মিডিয়াগুলির ঠিকানা আছে?
--
Omi
http://omi.net.bd
Bangla Computing Projects: http://ekushey.org
OSS News in Bangla: http://mukto.org
Susanta Barman wrote:
> এই পার্টি সম্পর্কে আমিও খুব কৌতুহল বোধ করছি। ঢাকায় থাকলে অবশ্যই অংশগ্রহণ করতাম।
> মিডিয়া বিষয়ে একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আপনারা যদি ভিসুয়াল মিডিয়ার কথা
> চিন্তা করেন তাহলে তাদেরকে ডাকতেই হবে। তবে খেয়াল করবেন তারা কিন্তু কয়েক
> সেকেন্ডের চাইতে বেশি সময় আপনাদেরকে দেবে না। কিন্তু যদি প্রিন্ট মিডিয়ার কথা
> ভাবেন তাহলে খবরটাকে আরো বিস্তৃত বা বড় করে প্রচার করা সম্ভব। আর এ জন্য
> তাদেরকে ডাকারও প্রয়োজন নেই। (ডাকলে ভাল, তাদের সাথে আপনাদের পরিচিতি তৈরি
> হবে)। শুধু সংগঠনের নিজস্ব প্যাডে একটা প্রেস রিলিজ সম্পাদক বরাবরে পাঠিয়ে
> দিলেই হবে। যদি তারা খবরটাকে গুরুত্বপূর্ণ মনে করে তাহলে এই প্রেস রিলিজকেই
> প্রকাশ করবে আর যদি গুরুত্বপূর্ণ মনে না করে, তাহলে সাংবাদিকদেরকে আপ্যায়ন
> করাটাই সার হবে কোন ফল পাওয়া যাবে না।
> সবাই ভাল থাকবেন। এই ঝড়বৃষ্টির দিনে একটু সতর্ক হয়ে বাইরে বের হবেন। পার্টির
> সাফল্য কামনা করছি।
>
> On Fri, May 2, 2008 at 5:08 AM, Russell John <russell at linux.org.bd
> <mailto:russell at linux.org.bd>> wrote:
>
> First of all, sorry for being inactive on the list for the last few
> days and sorry for replying in English. I make a lot of spelling
> mistakes while writing in Bengali, so I'll stick in English for
> sometime.
>
> Thank you Roobon bhai for all your support, I really appreciate it.
> 17th May would be a good day for hosting the release party, so if you
> can manage the space on that day in the evening (3 PM onwards, till 7
> PM) then it would be great! Once the date is confirm, we can start
> planning for the event and making necessary arrangements.
>
> We're not looking for a very formal event, it'll be more of a
> get-together type program with 2 or 3 presentations and rest of the
> time we'll have discussions and have a question/answer session. It is
> important that the members get a chance to meet fellow Ubuntu users
> and build a stronger real life community as opposed to the virtual
> community that we now have.
>
> Looking forward for a successful release party in around 2 weeks! :)
>
> Best regards,
> Russell
>
> On Thu, May 1, 2008 at 10:18 PM, রুবন <roobon at gmail.com
> <mailto:roobon at gmail.com>> wrote:
>
> > ধন্যবাদ শাহরিয়ার ভাই আপনার উত্তরের জন্য। আশা করি আপনার উত্তরের মাধ্যমে
> > অনেকেই আরো প্রশ্ন করার সুযোগ পাবে। সঙ্গে সঙ্গে একটি প্রাণবন্ত অনুষ্ঠান
> > পাবার জন্য প্রয়োজনীয় পরামর্শটুকু দিতে পারবে। অবশ্য আমি একেবারেই অনাহুত
> > টাইপের। এই মেইলিং লিষ্টে অন্তুর্ভূক্ত থাকলেও মেইল দেবার সুযোগ হয় না। তবে
> > লিনাক্স এবং ওপেন সোর্সের একজন শুভাকাঙ্খী বলতে পারেন।
> >
> >
> > On Thu, May 1, 2008 at 9:03 PM, Shahriar Tariq
> <shahriar at linux.org.bd <mailto:shahriar at linux.org.bd>>
> > wrote:
> > >
> > >
> > >
> > >
> > > On Thu, May 1, 2008 at 4:33 PM, রুবন <roobon at gmail.com
> <mailto:roobon at gmail.com>> wrote:
> > >
> > > > সবকিছুই সুন্দর হয়েছে। এখানে আমার ছোটখাটো কিছু প্রশ্ন ছিলো।
> > > >
> > > > হার্ডি রিলিজ পার্টি কতটা সময়ব্যাপী চলবে?
> > >
> > >
> > > রিলিজ পার্টির অনুষ্ঠানটি দুই ঘন্টা ব্যাপি হবে বলে আশা করছি আমরা। কোন
> > শনিবার বা বৃহঃস্পতিবার ৩-৫বা ৪-৬টা হবে
> >
> > >
> > >
> > > অনুষ্ঠানটি আমাদের অফিস হলরুমে করার ব্যাপারে আগ্রহ ছিলো। সেজন্যই প্রশ্নটি
> > করেছিলাম। শনিবার হলে ১৭ মে হতে পারে বিকাল ৪টায়। আপনারা আগ্রহী হলে
> আমি অফিসে
> > চেক করে দেখবো।
> > >
> > >
> > >
> > >
> > > >
> > > > ওপেন সোর্স নিয়ে আলোচনা কারা করবেন? তাদের নামগুলো প্রকাশ করলে
> ভালো হয়।
> > > >
> > >
> > >
> > > স্বাভাবিকভাবেই রাসেল ভাই আছেন কথা বলার জন্য, আরও কয়েকজন অভিজ্ঞ
> ব্যক্তিদের
> > সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের অনেকেই আগ্রহ দেখিয়েছেন। বিস্তারিত
> রাসেল ভাই
> > একটু পরে জানাবেন
> >
> > রাসেল ভাই তো আছেন। এছাড়া অমি ভাই, হাসিন ভাই এবং আরো কেউ থাকতে
> পারেন তাদের
> > নাম প্রকাশ করুন।
> >
> > >
> > >
> > >
> > >
> > > আর আপনাদের মাঝে কারও যদি আগ্রহ থাকে কোন বিষয় নিয়ে উপস্থাপনা করার
> ব্যাপারে,
> > তাহলে অবশ্যই আমাকে একটি ইমেইল পাঠান এই ঠিকানায়
> shahriar[at]linux.org.bd <http://linux.org.bd>
> > >
> > >
> > >
> > > >
> > > > কোন বিশিষ্ট ব্যক্তিকে (টেকপারসন) আমন্ত্রন জানাচ্ছি কি না মোড়ক উন্মোচন
> > করার জন্য?
> > > >
> > >
> > >
> > > হুমম ব্যক্তিগতভাবে আমার কোন পরিচিত বিশিষ্ট ব্যক্তি নেই। তবে রাসেল
> ভাইয়ের
> > আগ্রহ রয়েছে, এই বিষয়ে রাসেল ভাই বিস্তারিত আলোচনা করবেন।
> > >
> > >
> > >
> > > > মিডিয়াকে কিভাবে আমন্ত্রন জানাচ্ছি?
> > > >
> > >
> > >
> > > আমাদের অনুষ্ঠানটি আকর্ষনীয় নাহলে কোন মিডিয়া আগ্রহী হবে না। যেহেতু
> এই রকম
> > অনুষ্ঠান পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে করা হচ্ছে বলে অনুষ্ঠানটি কিরকম হবে
> > এবং আদোও কতখানি সফল হবে এব্যাপারে কোন আগাম নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। এই
> > মূহুর্তে আমরা আমাদের পরবর্তী গ্রুপ মিটিং-এ বিস্তারিত আলেচনা করবো। কারন আমরা
> > চাই না মিডিয়া আসলো এবং অনুষ্ঠানটিতে কোন সমস্যা থাকার কারনে নেতিবাচক
> > পাবলিসিটি হোক।
> > এখানে নেতিবাচকের বিষয় নেই বলেই আমার মনে হয়। সাংবাদিককে পূজা করার
> দরকার নেই।
> > মূল কাজটা হচ্ছে উবুন্টু এর নুতন ভার্সন রিলিজ হতে যাচ্ছে যেখানে বাংলাদেশীরা
> > কাজ করেছে (আমি ঠিক আছি তো)। এখানে সেদিনের অনুষ্ঠানটা কোনভাবেই মূখ্য নয়,
> > পেছনের কাজটাই মূখ্য। সাংবাদিকেরও দায়িত্ব আছে। উল্টাপাল্টা লেখা ভালো
> > সাংবাদিকের কাজ নয়। টেকনোলজি সাংবাদিক এমনটা কখনোই করতে পারে না।
> তারা ওপেন
> > সোর্সের গুরুত্ব বুঝে।
> > আমাদের সিদ্ধান্ত হওয়া দরকার মিডিয়াকে ডাকবো কি ডাকবো না।
> >
> > >
> > >
> > >
> > >
> > > ইন্ট্রাপিড রিলিজের সময় আমরা নাহয় বড় আকারে অনুষ্ঠান করে মিডিয়া কভারেজের
> > ব্যবস্থা করবো
> > >
> > >
> > >
> > > > পুরো অনুষ্ঠান ডিজাইনটা সবার সাথে শেয়ার করলে মনে হয় আরো ভালো হবে।
> > > >
> > >
> > >
> > > "অনুষ্ঠান ডিজাইন" এই কথাটি বুঝতে পারলাম না বলে দু:খিত। আরও
> নির্দিষ্ট করে
> > বললে তার জবাব দিতে সুবিধা হবে।
> > অনুষ্ঠান ডিজাইন বলতে আসলে বুঝিয়েছি ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠানের কখন কি হবে? কে
> > উপস্থাপনা করবেন? কখন অতিথিদের আসনগ্রহন করতে বলা হবে? যারা আলোচক
> থাকবেন তারা
> > কতক্ষণ করে সময় পাবেন? ইত্যাদি ইত্যাদি...
> >
> > আমাদের হাঙ্গার প্রজেক্টে নিয়মিত এ ধরনের অনুষ্ঠান হয়, সেখানে এসব দেখি।
> যদিও
> > আয়োজনে আমার নিজের কখনো থাকতে হয়নি। তবে তাদের পাশাপাশি কাজ করে
> এসব জেনেছি।
> > সেজন্য হয়তো বেশি প্রশ্ন করে ফেলেছি।
> > >
> > >
> > >
> > >
> > >
> > > রুবেল ভাইকে ধন্যবাদ আগ্রহ দেখাবার জন্য।
> > >
> > >
> > > আবারও সবার পরামর্শ প্রত্যাশা করে শেষ করছি
> > >
> > >
> > > শাহরিয়ার তারিক
> > >
> > >
> > > --
> > > Thanking you
> > > Shahriar
> > >
> > > --
> > > ubuntu-bd mailing list
> > > ubuntu-bd at lists.ubuntu.com <mailto:ubuntu-bd at lists.ubuntu.com>
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> > >
> >
> >
> >
> >
> > --
> >
> -----------------------------------------------------------------------------------------------------------------
> > Syed Ziaul Habib (Roobon), Program Officer
> > The Hunger Project-Bangladesh,
> > Volunteer Web Programmer of Shujan.org
> > Team member and contributor of Biggani.org,
> > Contributor photographer of photoshare.org <http://photoshare.org>
> > Technology writer of jaijaidin.com <http://jaijaidin.com>
> > Blog: http://roobon.wordpress.com
> > --
> > ubuntu-bd mailing list
> > ubuntu-bd at lists.ubuntu.com <mailto:ubuntu-bd at lists.ubuntu.com>
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
>
> --
> Your mouse has moved. Windows NT must be restarted for the change to
> take effect. Reboot now? [ OK ]
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com <mailto:ubuntu-bd at lists.ubuntu.com>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> _______
> Susanta Barman.
--
--
Omi
http://omi.net.bd
Bangla Computing Projects: http://ekushey.org
OSS News in Bangla: http://mukto.org
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080502/7daa5a3a/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list