[ Ubuntu-BD ] Review
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Fri Jun 6 08:44:13 BST 2008
On Sun, Jun 1, 2008 at 4:26 AM, DarkLord (:= <animator at ranksitt.com> wrote:
> any 1 can post our article's to their web site with little basic rules
> see bottom of mukto page
> "মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস" উল্ল্যেখ করে।
>
ফয়শাল ভাই
আপনার শর্ত মেনে নিয়ে উবুন্টু বাংলাদেশ সাইটে আপনার হার্ডি রিভিউ দিয়ে দিলাম।
আপনার সহযোগীতার জন্য ধন্যবাদ।
লিংক
http://www.ubuntu-bd.org/index.php?option=com_content&task=view&id=56&Itemid=1
আমি শুনেছি আপনারা মুক্ত.অর্গের জন্য ক্রিয়েটিভ কমনস্ লাইসেন্স নিতে চাচ্ছেন।
তাহলে আমি রিকমেন্ড করবো cc:by-nc-sa এই লাইসেন্সের সুবিধা হচ্ছে আপনার নাম ও
ওয়েবলিংক দিবে+ অবানিজ্যিক কাজে ব্যবহৃত হতে হবে আর আপনার যদি বিশেষ কোন
নিয়মাবলী থাকে তাহলে sa মাধ্যমে যুক্ত করে দিতে পারবেন।
অথবা আপনি cc:by-nc দিলেও চলবে। সম্পূর্ন আপনার পছন্দের উপর এটা নির্ভর করবে।
ধন্যবাদ আবারও
শাহরিয়ার :)
More information about the ubuntu-bd
mailing list