[Ubuntu-BD] রিলিজ হল Amarok 2

নাসির খান nasir8891 at gmail.com
Fri Dec 19 05:59:19 GMT 2008


বেশ অনেক দিন পর রিলিজ হল অ্যামারকের <http://amarok.kde.org/> নতুন ভার্সন,
অ্যামারক ২। অ্যামারক ২ রিলিজ হয়েছে একসপ্তাহের কিছু আগে কিন্তু এটি এখনও
উবুন্টু/কুবুন্টু রিপোজিটরিতে পাই নাই, আরও কিছু দিন অপেক্ষা করলে হয়তো পাওয়া
যাবে। তবে বিকল্প ভাবে এটি ইনস্টল করা যায়। এখনই যার আপনাদের উবুন্টু বা
কুবুন্টুতে ব্যবহার করতে চান তারা নিচের পদ্ধতি অনুসরন করে ইনস্টল করতে পারেন।

আগের ভার্সনটি যদি ইনস্টল করা থাকে তবে প্রথমে সেটি রিমুভ করে নিতে হবে।

sudo apt-get autoremove amarok

এবার সোর্স লিস্টটি ওপেন করুন এবং নিচের লাইনটি যুক্ত করে দিন।

deb http://ppa.launchpad.net/kubuntu-members-kde4/ubuntu intrepid main

৮.০৪ ব্যবহার করলে লিখবেন

deb http://ppa.launchpad.net/kubuntu-members-kde4/ubuntu hardy main

এবার রিপোজিটরী আপডেট করবেন এবং অ্যামারক ইনস্টল করবেন

sudo apt-get update
sudo apt-get install amarok-kde4

বিস্তারিত এখানে <http://nasir8891.wordpress.com/>


-- 
[saikat]
www.nasirkhan.co.cc
আমার ব্লগ: http://nasir8891.wordpress.com


More information about the ubuntu-bd mailing list