[Ubuntu-BD] how about BLUA EID gathering??

9el lenin at phpxperts.net
Thu Dec 18 15:06:58 GMT 2008


টিএসসি আর অপরাজেয় বাংলা  মিলিয়ে ফেলা উচিৎ নয়।

অপরাজেয় বাংলা হলো  কলাভবনের সামনে।

আর  টিএসসি হলো  বিরাট ভাষ্কর্য় আছে যেখানে  রাস্তার গোল চক্করের উপর।  ওখানকার
পুরানো সাদা রংয়ের ভাষ্কর্যের নাম স্বোপার্জিত স্বাধীনতা।


2008/12/18 DarkLord (:= <darklord2007 at gmail.com>

> ঠিক আছে টিএসসিতেই মিলিত হই সবাই অপরাজেয় বাংলা তো চেনেন সবাই
>
> 9el wrote:
> > টিএসসি সবার জন্য সুবিধা হবে বাংলা একাডেমী চেনেনা অনেকে! :)
> >
> >
> > 2008/12/18 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>
> >
> >
> >> ভাইজানরা, সবাই তো আর মিলিটারি টাইম মেইনটেইন করে আসতে পারব না, তাই এইখান
> >> থেকে
> >> ওইখানে যাব, তারপর ওইখানে গিয়ে বসব, এইভাবে হলে কিন্তু একজন আরেকজনকে খুঁজে
> >> পেতে খবর হয়ে যাবে। তাই নির্দিষ্ট জায়গা প্রয়োজন।
> >>
> >> তার বিকাল তিনটা সময়টা শুক্রবারের জন্য একটু বেশি আগে হয়ে যাচ্ছে না? সাড়ে
> >> তিনটা হলে ভাল হয়।
> >>
> >> আমার মতে সোহরাওয়ার্দীতে যদি বসা হয়, তাহলে বাংলা একাডেমীর সামনে বা
> উল্টাদিকে
> >> দেখা করলে ভাল হয়। তারপর ভিতরে ঢুকে যাওয়া যাবে।
> >> --
> >> Ubuntu Bangladesh mailing list
> >> ubuntu-bd at lists.ubuntu.com
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> >>
>
>
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list