[Ubuntu-BD] 6 years of Creative Commons License

DarkLord (:= darklord2007 at gmail.com
Thu Dec 18 05:26:51 GMT 2008


ধরেন বাংলাদেশে কেউ ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের ভায়োলেশন করলো এখন আমি কি 
বাঙলাদেশের আইনে সুবিচার পাবো?
tanjir wrote:
> I agree with shahriar. Few weeks ago we were discussing about translating the Creative Commons License into Bengali. So far I am aware of few of you have started and never finished. If you can make it available, we can start right from there. As it is a very sensitive issue, I propose a five-phase translation process:
>
> 1. Initial translation: which can be done by volunteers like me and some others who have basic/good knowledge on Bengali and open source licensing.
> 2. Primary review: should be done by open source specialists we have.
> 3. Secondary review: should be done by Bengali language specialist- considering that few words might have different meaning in dictionary than the ones we use in every-day basis.
> 4. Legitimacy review: This should be done by few professionals in the field of Law, literature or related fields.
> 5. Approval: In a meeting/program, the final approval of the translation.
>
> Any one has any suggestion?
>
> -----
>
> tanjir
>
>
>
> visit http://www.tanjir.net
>
> --- On Wed, 12/17/08, Shahriar Tariq <shahriar at linux.org.bd> wrote:
> From: Shahriar Tariq <shahriar at linux.org.bd>
> Subject: [Ubuntu-BD] 6 years of Creative Commons License
> To: "Ubuntu-BD Mailing List" <ubuntu-bd at lists.ubuntu.com>, fedora-bangladesh-list at redhat.com
> Received: Wednesday, December 17, 2008, 2:03 PM
>
> ইদানিং প্রায়ই কপিরাইট আইন,
> পাইরেসী প্রভৃতি বিষয় নিয়ে
> আলোচনা শুনে থাকি।
> মাঝে মধ্যে নিজেদের প্রয়োজনে
> চুরি করে হলেও বিভিন্ন সাইট
> থেকে
> লেখা/ছবি/গান/ইবুক প্রভৃতি
> নামিয়ে দেখি। তখন চুরি করা
> হচ্ছে জেনেও আমরা তা
> ব্যবহার করি অন্য উপায় নেই এই
> কথা বলে। আবার অন্য দিকে উক্ত
> ছবি/গান/ইবুক
> প্রস্তুতকারকরাও যেনো
> খলনায়ক হয়ে অবতীর্ন হন এবং
> পাইরেসী বিরোধী আন্দোলন শুরু
> করে।
>
> তাহলে কি আমাদের ব্যক্তিগত
> ব্যবহারের কোন উপায় থাকবে না?
> কপিরাইটের বাধনে আমরা
> সাধারণ মানুষ জিম্মি হয়ে
> থাকবো?
> এই পরিস্থিতিতে আজ থেকে ছয়
> বছর পূর্বে হার্ভার্ড
> বিশ্ববিদ্যালয়ের ল' অধ্যাপক
> লরেন্স লেসিং কপিরাইট
> বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে
> উপস্থাপন করেন। তিনি
> ক্রিয়েটিভ
> কমন্স লাইসেন্সের খসড়া তৈরি
> করেন যা ব্যবহার করে
> স্বত্তাধিকারী তাঁর সৃজনশীল
> ছবি/লেখা/গান/ইবুক প্রভৃতির
> ব্যবহার নিয়ন্ত্রন করতে
> পারবেন সেই সাথে কিছু
> বিশেষ ক্ষেত্রে
> ব্যবহারকারীদের উন্মুক্ত
> ব্যবহারের অধিকার নিশ্চিত
> করতে পারবেন।
>
> এই ক্রিয়েটিভ কমন্স
> লাইসেন্সের মাধ্যমে সম্পূর্ণ
> নতুন একটি সম্ভাবণাময় দ্বার
> খুলে গেলো, পূর্বে কপিরাইট
> আইনে যেসকল বিষয়ে বাধা ছিলো
> তার অনেকগুলোই বিশেষ
> ক্ষেত্রে সীথিল হয়ে যায়
> (উদাহরণসরূপ: অনলাইনে
> বিনামূল্যে বিতরণ)। যেখানে
> কপিরাইট আইনে ছিলো "ALL RIGHTS
> RESERVED." সেখানে ক্রিয়েটিভ
> কমন্স লাইসেন্সে
> হলো "SOME RIGHTS RESERVED."।
> স্বত্তাধিকারী সহজেই উল্লেখ
> করতে পারবেন তিনি কি
> কি বিষয়ে তার সৃষ্টিকর্মের
> ব্যবহার উন্মুক্ত করে দিবেন।
>
> এই ছয় বছরে ক্রিয়েটিভ কমন্স
> লাইসেন্স কপিরাইট আইনের
> বিকল্প হিসেবে কপিরাইট
> আইনের সীমাবদ্ধতাকে দূর
> করেছে। পৃথিবীর ৫০টিরও বেশি
> দেশে ক্রিয়েটিভ কমন্স
> লাইসেন্সের অধীনে লক্ষাধিক
> প্রজেক্ট নিবন্ধিত হয়েছে।
>
> আজ ক্রিয়েটিভ কমন্স
> লাইসেন্সের ৬ বছর পূর্তী
> উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন
> স্থানে (মোট ১৪টি শহরে) বিভিন্ন
> সচেতনামূলক উদ্যোগ গ্রহণ করা
> হয়েছে। আসুন
> আমরাও উদ্যোগ গ্রহণ করি আমাদের
> দেশের মানুষকে কপিরাইট আইনের
> প্রতি বিরুপ মনোভাব
> সৃষ্টির বদলে ক্রিয়েটিভ
> কমন্স লাইসেন্স সম্পর্কে
> সচেতন করে তুলি যাতে তারা
> নিজেরাও তাদের প্রভৃতি
> সৃজনশীল কর্ম ক্রিয়েটিভ
> কমন্স লাইসেন্সে প্রকাশ করেন
> এবং ক্ষেত্র বিশেষে যাতে
> উন্মুক্ত ব্যবহার নিশ্চিত
> করতে পারেন।
>
>
>   




More information about the ubuntu-bd mailing list