[Ubuntu-BD] [আধা অফটপিক] প্রথম আলো ইউনিকোডে পড়ার ব্যবস্থা।

Omi Azad me at omiazad.net
Tue Dec 16 14:21:31 GMT 2008


Yes you can.

Go to http://eprothomalo.com/ even from your mobile...

--
Omi Azad <http://omi.net.bd> *|* +8803894550305 *|* Contributor of 
Ekushey <http://ekushey.org>

> 2008/12/16 dark lord<darklord2007 at gmail.com>
>
>    
>> Cool i use opera to see pro-alo :)
>>
>> On 12/16/08, Shabab Mustafa<shabab.mustafa at gmail.com>  wrote:
>>      
>>> লিখেছেন ‌- উন্মাতাল তারুণ্য
>>> ‌‌‌‌‌‌----------------------
>>>
>>> জ্বী না, শিরোনাম দেখে অপ্রস্তুত হবার কোন কারণ নেই । প্রথম আলো কর্তৃপক্ষ
>>> তাদের পত্রিকার ওয়েবসাইটটির কোন ইউনিকোড সংস্করণ এখনো প্রকাশ করতে পারেন
>>>        
>> নি।
>>      
>>> তবে কি ভোজবাজি? তা কিছুটা বলতে পারেন বৈকি! এখন থেকে আপনি ইচ্ছা করলেই
>>>        
>> প্রথম
>>      
>>> আলোর ওয়েবসাইটটি মজিলা ফায়ারফক্সে ইউনিকোডে পড়তে পারবেন। এ জন্য আপনাকে
>>> ইন্সটল করতে হবে একটি অ্যাড অন। এই অ্যাড অনটির নাম "পরশমনি", যা কিনা
>>> পরশপাথরের মতই ফায়ারফক্সে দেখানে প্রথম আলোর হিজিবিজি লেখাগুলোকে ইউনিকোডে
>>> রূপান্তর করে দেখাবে।
>>>
>>>
>>> কিভাবে কি করব?
>>> - আর পাঁচটা সাধারণ অ্যাডঅন যেভাবে ইন্সটল করতে হয় ঠিক তেমনটাই সোজা এই
>>> অ্যাডঅনটি ইন্সটল করা। প্রথমে
>>> https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975 -এই ঠিকানায় গিয়ে
>>>        
>> আপনার
>>      
>>> মজিলা অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাড করে নিতে পারবেন আপনার ফায়ারফক্সে। যদি
>>> মজিলার (ফ্রি) অ্যাকাউন্ট না থেকে থাকে তবে বিকল্প উপায়ে
>>> http://www.vistaarc.com/downloads/poroshmoni/এখান থেকেও কোন রকম
>>> রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই অ্যাড করে নিতে পারবেন।
>>>
>>>
>>> ভার্শন ও বাগ টেস্ট:
>>> - এই মূহুর্তে "পরশমনি" -র বেটা ৩ ভার্সন চলছে। তাই বাগ থাকা মোটেই
>>>        
>> অস্বাভাবিক
>>      
>>> কিছু নয়। আপনি নতুন কোন বাগ খুঁজে পেলে সেটা রিপোর্ট করতে বা নতুন কোন
>>>        
>> পরামর্শ
>>      
>>> জানাতে পারেন to.rifat+poroshmoni at gmail.com<to.rifat%2Bporoshmoni at gmail.com>কিংবা আমাদের প্রযুক্তি ফোরামের এই
>>> টপিকে।
>>>
>>>
>>> ডেভেলপার:
>>> - এই অ্যাডঅনটি তৈরি করেছেন http://vistaarc.com/ - এর এম এম রিফাত-উন-নবী।
>>>
>>>
>>> সাধারণ কিছু প্রশ্নের উত্তর:
>>>
>>> # আমি অ্যাডঅন ইন্সটল করেছি। কিন্তু কোথাও কোন আইকন বা ওই জাতীয় কিছু দেখতে
>>> পাচ্ছি নাতো।
>>> =>  এই ভার্সনে কোন আইকন যোগ করা হয় নি, তাই বাইরে থেকে কিছুই দেখা যাবে না।
>>>
>>>
>>> # এই অ্যাডঅন কি লিনাক্সে কাজ করবে?
>>> =>  জ্বী করবে। ফায়ারফক্স
>>>
>>>
>>> # এইটা ইন্সটল করার পর দেখি যুক্তাক্ষরগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখাচ্ছে, এখন কি
>>> করব?
>>> =>  খুব সম্ভবত আপনার মেশিনে "বংশী আলপনা" ফন্টটি ইন্সটল করা রয়েছে। ওটা
>>> আনইন্সটল করে নিলেই আর এই সমস্যা হবে না।
>>>
>>>
>>> # ফন্ট তো খুব ছোট দেখাচ্ছে, এটা বড় করার উপায় কি?
>>> =>  Ctrl + "+" চেপে আপনার ফন্ট সাইজ বড় করে নিতে পারবেন।
>>>
>>>
>>> # নতুন যে ফন্টটা আসছে সেটা তো দেখি খুবই বাজে, এইটা পরিবর্তন করা যায় না?
>>> =>  জ্বী, অবশ্যই যাবে। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় তবে "Tool>
>>> Options>  Contents" , আর লিনাক্স হলে "Edit>  Preference>  Content" ট্যাবে
>>> Fonts&  Colors অপশনের ডানপাশে Advanced বাটনটা চেপে "Bengali" ভাষার জন্য
>>> আপনার পছন্দের ফন্ট নির্বাচন করে দিন। কিংবা উইন্ডোজ ব্যবহারীগন বিকল্প
>>>        
>> উপায়
>>      
>>> হিসেবে "Font Fixer" ব্যবহার করে ডিফল্ট ফন্ট পরিবর্তন করে নিয়েও এই
>>>        
>> সমস্যার
>>      
>>> সাথে সাথে পুরো সিস্টেমের বাংলা লেখার ক্ষুদ্রাকৃতি সমস্যার সমাধান করে নিতে
>>> পারেন। ( Font Fixer সম্পর্কে একটি ছোট টিউটোরিয়াল আছে
>>> এইখানে<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=12&t=2501#p21105>
>>> ।)
>>>
>>> ===========
>>> এই লেখাটি ক্রিয়েটিভ কমনস (CC-BY-NC-ND) লাইসেন্সের অধীনে প্রকাশিত। আপনি
>>> লেখকের পূর্বানুমতি ছাড়াই শুধুমাত্র লেখকের নাম উল্লেখ করে অবাণিজ্যিক কাজে
>>> সম্পাদনা/পরিমার্জনা ব্যতীত হবহু কপি ব্যক্তিগত ব্লগ, ফোরাম বা ওয়েবসাইটে
>>> প্রকাশ করতে পারবেন।
>>> --
>>> Ubuntu Bangladesh mailing list
>>> ubuntu-bd at lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>
>>>        
>> --
>> DARKLORD (:=
>> --
>> Ubuntu Bangladesh mailing list
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>>      
>
>
>
>    

-- 
--
Omi Azad <http://omi.net.bd> *|* +8803894550305 *|* Contributor of 
Ekushey <http://ekushey.org>


More information about the ubuntu-bd mailing list